Advertisement
Advertisement
Swati Maliwal

স্বাতীকে হেনস্তায় তদন্ত কমিটি গড়ছে আপ! অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থার আশ্বাস

আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বক্তব্য শুনবে অভ্যন্তরীণ তদন্ত কমিটি।

Now AAP to form internal panel to probe assault on Swati Maliwal

ফাইল ছবি

Published by: Kishore Ghosh
  • Posted:May 16, 2024 9:50 am
  • Updated:May 16, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাড়িতে আপের (Aam Aadmi Party) রাজ্যসভার সাংসদ তথা দিল্লির মহিলা কমিশনের প্রাক্তন প্রধান স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে শোরগোল রাজধানীতে। মঙ্গলবারই অভিযোগ মেনে নিয়েছে আম আদমি পার্টি। পাশাপাশি দলের তরফে জানানো হয়েছিল, অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক বিবভ কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, স্বাতীর ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়তে চলেছে আপ। চাপে পড়ে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন দলের শীর্ষ নেতারা।

সোমবার থেকে বিতর্কের সূত্রপাত রাজধানীতে। অভিযোগ, দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রীর নির্দেশে তাঁর আপ্তসহায়ক খারাপ ব্যবহার করেছেন রাজ্যসভার আপ সাংসদ স্বাতীকে। এমনকী তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। মুখ্যমন্ত্রীর বাসভবনেই হেনস্তা হয়েছে। খবর পেয়েই তৎক্ষণাৎ সেখানে পৌঁছয় দিল্লি পুলিশ। তাঁদের সামনেও এই বিষয়ে ক্ষোভ উগরে দেন স্বাতী। যদিও এখনও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেননি তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ‘১০ বছর ধরে তো হিন্দু-মুসলিমই করছেন’, মোদিকে পালটা তোপ প্রিয়াঙ্কার]

বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়। তবে যাবতীয় অভিযোগ মেনেও নিয়েছে আপ। দলীয় সাংসদ সঞ্জয় সিং বলেন, “মুখ্যমন্ত্রীর (Arvind Kejriwal) ড্রয়িংরুমে অপেক্ষা করছিলেন স্বাতী। সেই সময় বিভব কুমার ওঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এটা অত্যন্ত নিন্দনীয় এক ঘটনা। কেজরিওয়াল বিষয়টি জানতে পেরেছেন। তিনি এবিষয়ে কড়া পদক্ষেপ করবেন।” তার পরেই বুধবার স্বাতীর বাড়িতে যান সঞ্জয়। তাঁর সঙ্গে ছিলেন মহিলা কমিশনের প্রতিনিধি বন্দনাও।

পাশাপাশি, বিতর্কের আবহে সরব হয়েছেন স্বাতীর প্রাক্তন স্বামী নবীন জয়হিন্দ। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করে তাঁর দাবি, “কেজরির ঘনিষ্ঠ ব্যক্তি স্বাতীকে মারধর করেছে। কিন্তু গোটা বিষয়টি জানতেন সঞ্জয় সিং। তা সত্ত্বেও এখন নাটক করছেন। কারণ আগে থেকেই ছক কষে হেনস্তা করা হয়েছে স্বাতীকে।” নবীনের আশঙ্কা, প্রাণঘাতী হামলা হতে পারে তাঁর প্রাক্তন স্ত্রীর উপরে। উল্লেখ্য, চার বছর আগে নবীনের সঙ্গে স্বাতীর বিবাহবিচ্ছেদ হয়। তার পর থেকে দুজনের যোগাযোগও নেই। কিন্তু কঠিন সময়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়াচ্ছেন নবীন।

 

[আরও পড়ুন: ১৪ জনের মৃত্যুতে টনক নড়ল! বেআইনি বিলবোর্ড নিয়ে বড়সড় পদক্ষেপ মুম্বই প্রশাসনের]

এদিকে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বুধবার এই বিষয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন। মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান পুলিশে লিখিত অভিযোগ না জানানোয় হতবাক তিনি। এক্স হ্যান্ডেলে রেখা মন্তব্য করেন, “স্বাতীর নিরাপত্তা নিয়ে চিন্তিত আমি। কতটা চাপের মধ্যে আছেন যে পুলিশে অভিযোগ দায়ের করতে পারেননি। সাহসী হও স্বাতী। অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলো।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement