সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতিদাঙ্গায় উত্তপ্ত মণিপুরে (Manipur) শান্তির বার্তা দিতে বৃহস্পতিবার যে চূড়াচাঁদপুরে পৌঁছান তৃণমূলের (TMC) প্রতিনিধিদল, এবার সেখানেই দেখা গেল স্থানীয় জনতার বিরাট সমবেত প্রতিবাদ। বুধবার রাত থেকেই মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিও নিয়ে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনাতেই প্রতিবাদে মুখর হল প্রতিবাদের আঁতুরঘর উত্তরপূর্বের রাজ্যের চূড়াচাঁদপুর। বর্বর ঘটনায় দোষীদের চরম শাস্তির দাবি জানাল জনতা।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। অভিযোগ, গণধর্ষণেরও শিকার হয়েছেন তাঁরা (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। টুইটার-সহ যাবতীয় সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র কড়া নির্দেশ দিয়েছে, কোনওভাবেই যেন ওই ভিডিও নতুন করে শেয়ার না করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ৪ মে-র। অভিযোগের আঙুল মেতেই সম্প্রদায়ের দিকে। গতকালই অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্তকে। এই ঘটনায় বৃহস্পতিবার ভর্ৎসনা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, “এই ঘটনা গ্রহণযোগ্য নয়। জাতিহিংসায় নারীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাংবিধানের লাঞ্ছনা চলছে। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা অস্বস্তির। আমরা ভীষণ ভাবে উদ্বিগ্ন।” প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে ৭৮ দিন পর জাতিহিংসায় উত্তপ্ত মণিপুর নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরুর আগে তিনি বলেন, “মণিপুরে মা-বোনেদের অসম্মান যারা করেছে তারা রেহাই পাবে না। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।” যদিও নীরব মোদি দেড় মাস পর মৌনব্রত ভাঙায় কটাক্ষ করেছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। আজ বাদল অধিবেশনের প্রথম দিনে মণিপুর নিয়ে উত্তাল হয় সংসদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.