সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানা (Telengana) বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খারাপ ফলের কারণে আত্মঘাতী হলেন সে রাজ্যের ৬ জন পড়ুয়া। মানসিক হতাশায় ওই পড়ুয়ারা চরম সিদ্ধন্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। মৃতরা হায়দরাবাদ এবং নিজামাবাদ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে পাঁচজনের বাড়ি তেলেঙ্গানার রাজধানী শহর হায়দরাবাদে। একজন নিজামাবাদের বাসিন্দা। আত্মঘাতী হয়েছেন হায়দরাবাদের বনস্থলীপুরমের ১৭ বছরের ছাত্রী। রায়দুর্গামের ১৬ বছর বয়সি একাদশ শ্রেণির ছাত্রীও চরম সিদ্ধন্ত নেন। নারেদমেটের দ্বাদশ শ্রেণির আরও এক ছাত্রী আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। নিজামাবাদের আরমুরের পড়ুয়া একাদশ শ্রেণির পড়ুয়াও আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে।
মঙ্গলবার তেলেঙ্গানা বোর্ডের একাদশ এবং দ্বাদশ শ্রেণির চলতি বছরের ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা দিয়েছিল মোট ৯ লক্ষের বেশি পড়ুয়া। সর্বনিম্ন ৩৫ শতাংশ নম্বর পেয়ে কৃতকার্য হয়েছেন পড়ুয়ারা। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত হয়েছে দক্ষিণের আরেক রাজ্য তামিলনাড়ুতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফলও। চলতি বছরে সেখানে পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ৩ হাজার ৩৮৫ জন। তাঁদের মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ লক্ষ ৫৫ হাজার ৪৫১ জন। ছেলেদের পাশের হার ৯১.৪৫ শতাংশ, মেয়েদের পাশের হার ৯৬.৩৮ শতাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.