Advertisement
Advertisement

Breaking News

Madhya Pradesh

নিয়ন্ত্রণ হারিয়ে নদীগর্ভে বিয়েবাড়ির যাত্রী বোঝাই ট্রাক, মৃত তিন শিশু-সহ ৫

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। 

Now 5 Dead After Truck Carrying Bride's Family Falls In Madhya Pradesh River | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:June 28, 2023 11:29 am
  • Updated:June 28, 2023 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল বিয়েবাড়ির যাত্রী বোঝাই ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। তাদের মধ্যে তিন শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৪ জন। বেশ কয়েক জন নিখোঁজ বলেও জানা গিয়েছে। গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে দাতিয়া জেলায়। শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বুহারা গ্রাম হয়ে যাচ্ছিল ট্রাকটি। নদীর ধার ঘাঁষে যাওয়ার সময় চাকা পিছলে যায়। নদীতে উলটে পড়ে যায় ট্রাকটি। কন্যা যাত্রীদের নিয়ে গোয়ালিওরের বিলহেতি গ্রাম থেকে টিকামার্গের জাতার গ্রামে যাচ্ছিল গাড়িটি। সেখানেই ছিল মেয়ের বিয়ের অনুষ্ঠান। কিন্তু যাত্রাপথেই ঘটে যায় দুর্ঘটনা।

Advertisement

[আরও পড়ুন: ‘ভোটের আগেই চোট! আসল নাকি রাজনৈতিক?’, মমতাকে খোঁচা দিলীপের, পালটা দিল তৃণমূল]

এক বিবৃতিতে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, দাতিয়া জেলায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ শিশু-সহ ৫ জনের। মৃতদের একজন ৬৫ বছরের বৃদ্ধা, মৃত্যু হয়েছে ১৮ বছরের এক যুবকের। যে তিন শিশুর মত্যু হয়েছে তাদের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে। আহত হয়েছেন ২৪ জন। উদ্ধার কাজ চলছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর খোঁজ মিলছে না বেশ কিছু শিশুর।

[আরও পড়ুন: সকাল থেকেই একটানা বৃষ্টি, কেমন কাটবে আগামী ২৪ ঘণ্টা, জানাল আবহাওয়া দপ্তর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement