Advertisement
Advertisement
Hindu Rashtra

এবার গোয়ায় শুরু হিন্দু রাষ্ট্র সম্মেলন, আলোচনায় ‘লাভ জেহাদ’ থেকে ধর্মান্তকরণ

অংশ নিচ্ছেন ৩৫০টি হিন্দুত্ববাদী সংগঠনের দেড় হাজার সদস্য।

Now 1,500 representatives expected to attend weeklong ‘Hindu Rashtra’ convention in Goa | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:June 15, 2023 1:47 pm
  • Updated:June 15, 2023 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস দুই আগেই গেরুয়া নেতা এবং বিধায়ক টি রাজা সিং বলেছিলেন, ভারতকে ২০২৬ সালের মধ্যে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র’ হিসাবে ঘোষণা করা হবে। একই দাবিতে এবার গোয়ায় (Goa) শুরু হচ্ছে বিরাট সম্মেলন। ১১তম সর্ব ভারতীয় হিন্দু রাষ্ট্র সম্মেলন (All India Hindu Rashtra Convention) শুরু হচ্ছে শুক্রবার ১৬ জুন থেকে। চলবে ২২ জুন অবধি। যেখানে যোগ দিচ্ছেন দেশ বিদেশের ৩৫০টি হিন্দুত্ববাদী সংগঠনের প্রায় ১,৫০০ সদস্য।

সম্মেলনের পোশাকি নাম ‘বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসব’। বুধবার হিন্দু জনজাগৃতি সমিতির সর্বভারতীয় মুখপাত্র রমেশ শিণ্ডে জানান, সম্মেলনে একাধিক বিষয়ে আলোচনা হবে। যার মধ্যে রয়েছে ‘লাভ জেহাদ’, হালাল সার্টিফিকেশন, সরকারি হস্তক্ষেপ থেকে মন্দিরগুলোকে মুক্ত করা, ধর্মান্তকরণ, বাকস্বাধীনতা, অভিন্ন দেওয়ানি আইন এবং মন্দিরে নির্দিষ্ট পোশাক প্রচলন ইত্যাদি।

Advertisement

[আরও পড়ুন: একই বলে দু’বার রিভিউ! অশ্বিনের কাণ্ডে অবাক ক্রিকেটপ্রেমীরা]

‘বৈশ্বিক হিন্দু রাষ্ট্র মহোৎসব’-এর পক্ষে শিণ্ডে বলেন, “দ্য কাশ্মীর ফাইলস সিনেমাটি প্রকাশ্যে এনেছে কী পর্যায় নৃশংসতা হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের উপরে। দ্য কেরল স্টোরি জনসমক্ষে এনেছে কেরলের লাভ জেহাদের ষড়যন্ত্র। গোয়ায় পর্তুগিজরা অত্যাচার চালিয়েছে স্থানীয়দের উপরে। আর বেশি দিন গোয়ার অন্ধকার ইতিহাস আর মানুষের আড়ালে রাখা যাবে না। সম্মেলনে গোয়া ফাইলস নামে সিনেমা তৈরির প্রয়োজন নিয়েও আলোচনা হবে।” হিন্দুত্ববাদী সংগঠনের মুখপাত্র আরও বলেন, ২০৪৭-এর মধ্যে ভারতকে মুসলিম রাষ্ট্র করার ছক কষেছিল পিএফআই। ওই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। 

[আরও পড়ুন: ব্রিজভূষণের বিরুদ্ধে শ্লীলতাহানি-যৌন হেনস্তার অভিযোগ, চার্জশিট দিল্লি পুলিশের়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement