Advertisement
Advertisement

নোট বাতিলে উত্তরপ্রদেশের নির্বাচন নিয়ে অথৈ জলে শাসক-বিরোধীরা

একটি সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনের প্রচারে বিজেপির থেকে অন্যান্য আঞ্চলিক দলগুলি অনেক বেশি টাকা ঢেলে থাকে৷

Note ban could hit UP election
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 4:43 pm
  • Updated:November 17, 2016 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দেশে পুরনো নোট বাতিল নিয়ে নমো নমো রব৷ কালো টাকা রুখতে মোদির এই সিদ্ধান্তে আম-জনতায় ক্ষোভ-বিক্ষোভ দুই-ই আছে৷ আর এর প্রভাবে বিজেপি সামনের বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ফায়দা লুঠবে বলেই মনে করছেন বিরোধী নেতা ও রাজনৈতিক বিশেষজ্ঞরা৷

এবিষয়ে উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা প্রদীপ মাথুর জানিয়েছেন, দলের তরফে  নির্বাচন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে৷ এমনকি ৫০০ ও ১০০০ টাকার নোট বদল নিয়ে দলের তরফে মিছিলের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান মাথুর৷ সম্প্রতি রাজধানী দিল্লি সংলগ্ন এলাকাগুলির উপর করা একটি সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনের প্রচারে বিজেপির থেকে অন্যান্য আঞ্চলিক দলগুলি অনেক বেশি টাকা ঢেলে থাকে৷ এমনকি ভোট কেনাবেচার কাজেও নগদ টাকা ব্যবহার করা হয় বলে অভিযোগ৷ সমীক্ষার রিপোর্ট অনুসারে, ৮০ ও ৯০ শতাংশ নগদ টাকা এক্ষেত্রে ব্যবহার করে বহু দল৷ যে তালিকায় অখিলেশের সসমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টির নামও উঠে আসছে৷ এক্ষেত্রে বিজেপি অনেকটাই পিছিয়ে৷ এক্ষেত্রে তাই সামনের বছর  গোবলয়ে নির্বাচনে বিজেপির যে পোয়াবারো তাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সাধারণত বিভিন্ন ব্যবসায়ী, ভোটপ্রার্থীদের কাছ থেকে এই অবৈধ টাকাগুলো মেলে যা ভোট প্রচারে্র কাজে লাগানো হয়৷ কাজেই মোদির পুরনো নোট বাতিলের এই আচমকা সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলি যে অথৈ জলে তা বলাই বাহুল্য৷

Advertisement

সংসদে চলতি শীতকালীন অধিবেশনে মায়াবতী-সহ বিভিন্ন বিরোধী নেতারা মোদিকে একহাত নিয়েছেন৷ যদিও সেক্ষেত্রে সাধারণ মানুষের সমস্যার কথাই বেশি করে তুলে ধরা হয়েছে৷ তবে শুধু সাধারণ মানুষের সমস্যাই নয়, আসন্ন নির্বাচনের আগে এত বড় সিদ্ধান্তে যে তাঁদের পকেটেও টানা পড়েছে তা বলাই বাহুল্য৷ এক ঝটকায় নির্বাচনের কালো টাকার জোগান শেষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর এতে অন্যান্য রাজনৈতিক দলগুলি সমস্যায় পড়লেও বিজেপির পৌষমাস বলে মত বিশেষজ্ঞদের৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement