সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের জেরে এবার আরও বিপাকে রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টে লিখিতভাবে দুঃখপ্রকাশ করার পরও বিপদ কাটছে না কংগ্রেস সভাপতির। মঙ্গলবার নতুন করে রাহুলকে আদালত অবমাননা মামলায় কারণ দর্শানোর নোটিস পাঠাল শীর্ষ আদালত। রাফালে রায় পুনর্বিবেচনার মামলার পাশাপাশি রাহুলের আদালত অবমাননার মামলারও শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
সুপ্রিম কোর্ট রাফালের চুরি যাওয়া নথিকে প্রামাণ্য হিসেবে গ্রহণ করার সিদ্ধান্তের পর রাহুল গান্ধী দাবি করেছিলেন সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে চৌকিদারই চোর। জনসভায় গিয়ে সেকথা ফলাও করে ঘোষণাও করেন কংগ্রেস সভাপতি। সেখানেই শুরু বিপত্তি। বিজেপি অভিযোগ আনে, কংগ্রেস সভাপতি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভুল ব্যাখ্যা করে আদালতের অবমাননা করেছেন। এরপরই নোটিস পাঠানো হয় রাহুলকে।
নোটিসের জবাবে গতকালই রাহুল গান্ধী স্বীকার করে নেন তাঁর ভুল হয়েছে। সুপ্রিম কোর্টের নাম নিয়ে মন্তব্য করা উচিত হয়নি। রাজনৈতিক উত্তেজনায় সুপ্রিম কোর্টের রায় না পড়েই মন্তব্য করে ফেলেছেন। কিন্তু রাহুলের সেই জবাবে সন্তুষ্ট নন মামলাকারী মীনাক্ষী লেখি। এদিন শুনানিতে মীনাক্ষীর আইনজীবী মুকুল রোহতগি বলেন, “রাহুল নিজের মন্তব্যের জন্য শুধুমাত্র দুঃখপ্রকাশ করেছেন। তিনি ক্ষমা চাননি। একজন দলের সভাপতি হওয়া মানেই আপনি সুপ্রিম কোর্টকে জড়িয়ে যা ইচ্ছা বলতে পারেন না।” এরপরই কংগ্রেস সভাপতিকে ফের নোটিস পাঠায় সর্বোচ্চ আদালত। রঞ্জন গগৈ জানান, তিনি এখনও রাহুল গান্ধীর জবাব পড়েননি। তাই এই মামলার শুনানি রাফালে রায় পুনর্বিবেচনা মামলার সঙ্গেই হবে। আগামী ৩০ এপ্রিল দুটি মামলারই পরবর্তী শুনানি হবে।
Supreme Court also said that the #RafaleDeal review petitions matter will be heard on April 30 https://t.co/0UrgiWmcHl
— ANI (@ANI) April 23, 2019
Petition of BJP MP Meenakshi Lekhi against Rahul Gandhi matter: Supreme Court issued notice to Rahul Gandhi after not being satisfied with his response. Next hearing on April 30 pic.twitter.com/AWHPN5M9Fh
— ANI (@ANI) April 23, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.