Advertisement
Advertisement

Breaking News

সব ভারতীয় হিন্দু

‘সব ভারতীয়কে হিন্দু বলা ঠিক নয়’, ভাগবতকে পালটা কেন্দ্রীয় মন্ত্রীর!

এদেশের বাসিন্দাদের ভারতীয় বলা উচিত বলেই মনে করেন তিনি।

Published by: Soumya Mukherjee
  • Posted:December 27, 2019 3:54 pm
  • Updated:December 27, 2019 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিস্থিতি বদলালে পরিবর্তন হয় চেনা মানুষের ব্যবহারেও! না হলে কয়েকদিন আগেও যে সংঘ প্রধানের কথার কেউ বিরোধিতা করার সাহস দেখাত না। তাঁর সোজাসুজি বিরুদ্ধাচারণ করলেন নরেন্দ্র মোদির মন্ত্রিসভার এক সদস্য রামদাস আতাওয়ালে।

বৃহস্পতিবার হায়দরাবাদের সারুরনগর স্টেডিয়ামে তিনদিনের ‘বিজয় সংকল্প’ শিবিরের সূচনা করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। ২০ হাজার স্বয়ংসেবককে নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে। গতকাল সেই উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সংঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘ভারতে বসবাসকারী মানুষরা যে কোনও ধর্মে বিশ্বাস করতে পারেন। কিন্তু, আমরা তাঁদের হিন্দু বলেই মনে করি। ১৩০ কোটি ভারতবাসীই হিন্দু।’

Advertisement

[আরও পড়ুন: উত্তেজিত জনতার হাত থেকে পুলিশকর্মীকে বাঁচিয়ে ‘হিরো’ মুসলিম প্রৌঢ়]

 

এই বক্তব্যের কথা জানাজানি হতেই এর তীব্র প্রতিবাদ করেন হায়দরাবাদের সাংসদ তথা AIMIM-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। আরএসএস ভারতে একটি ধর্ম ছাড়া অন্য ধর্মকে রাখতে চায় না বলেও অভিযোগ করেন তিনি। এই অপচেষ্টার বিরুদ্ধে তিনি লড়াই করবেন বলেও জানান। এবার তাঁর সুরে সুর মিলিয়ে মোহন ভাগবতের কথার বিরোধিতা করলেন এনডিএর শরিক রিপাবলিকান পার্টির সুপ্রিমো রামদাস আতাওয়ালে।

[আরও পড়ুন: উসকানিমূলক পোস্ট করে উত্তরপ্রদেশে গ্রেপ্তার ১২৪ জন, নজরে আরও ২০ হাজার প্রোফাইল]

 

এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রকের মন্ত্রী আতাওয়ালে বলেন, সমস্ত ভারতীয়কে হিন্দু বলা ঠিক নয়। একসময়ে এদেশে সবাই বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতেন। পরে হিন্দু ধর্মের আর্বিভাব হয় ভারতের মাটিতে। তখন সবাই তা গ্রহণ করেন। বর্তমানে আমাদের দেশে বৌদ্ধ, শিখ, জৈন ও হিন্দু সবাই বসবাস করছেন। তাঁদের সবাইকে হিন্দু না বলে ভারতীয় বললেই ভাল হবে। তাই মোহন ভাগবত যদি বলতেন এদেশে বসবাসকারী সবাই ভারতীয় তাহলেও ভাল হত। কিন্তু, তাঁদের হিন্দু বলা উচিত হবে না।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement