Advertisement
Advertisement
সমকামী

‘আমি সমকামী, এটা আমার দোষ নয়’, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আত্মঘাতী যুবক

চতুর্দিকে হেনস্তার শিকার হতে হত, ফেসবুক পোস্টে উল্লেখ আত্মঘাতী যুূবকের।

Not my fault I was born gay: 19-year-old commits suicide over homophobia
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 9, 2019 5:24 pm
  • Updated:July 9, 2019 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমপ্রেম বা সমকামিতাকে মান্যতা দিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সমাজে পথে-ঘাটে এখনও সমকামিতা যে স্বীকৃতি পায়নি, তা ফের প্রমাণিত। নিজের চালচলনের জন্য সমাজের কাছে অপদস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন চেন্নাইের ১৯ বছরের এক যুবক। আত্মহত্যার আগে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। যার মাধ্যমে তাঁর জীবনের বেশ কিছু সমস্যা অনেকটাই স্পষ্ট হয়েছে।

   [আরও পড়ুন: নাটকীয় মোড় কর্ণাটকে, বিধায়কদের গণইস্তফা খারিজের ভাবনা স্পিকারের]

Advertisement
আদতে মুম্বইয়ের বাসিন্দা মৃত অভিনশু প্যাটেল। তিন মাস ধরে চেন্নাইয়ের একটি সেলুনে কাজ করতেন। ২ জুলাই শেষ কাজে গিয়েছিলেন। সেদিনই ফেসবুকে একটি পোস্ট করেন। লেখেন, “আমি ছেলে হিসেবেই সকলের কাছে পরিচিত। কিন্তু আমার হাঁটাচলা, কথা বলার ধরণ সম্পূর্ণ মেয়েলি। ভারতীয়রা এগুলি পছন্দ করে না। আমার জন্য কেউ আমার পরিবারকে দায়ী করবেন না। আমরা খুবই গরীব। আমি আমার বাবা, মা ও বোনকে খুব ভালবাসি। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ এতদিন আমার পাশে থাকার জন্য। এটা আমার দোষ নয় যে আমি সমকামী।” এই পোস্টটি করার পরই মোবাইল ফোনটি বন্ধ করে দেন অভিনশু। পরের দিন সকালে বাড়ির কাছেই তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিলাংকরাই থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

অভিনশুর এক বন্ধু জানিয়েছেন, ২ জুলাই তাঁকে মেসেজ করে অভিনশু জানিয়েছিল সে এক বন্ধুর সঙ্গে বেড়িয়েছে। দু’ঘণ্টা পরে ফের তাঁকে ফোন করে অভিনশু জানায় তিনি নিজের জীবন শেষ করে দিতে চান। এরপরই ফেসবুকে পোস্টটি করে বিষ খান অভিনশু। কিন্তু কেন এই সিদ্ধান্ত সে বিষয়ে কিছু জানাননি তিনি। এপ্রসঙ্গে সমকামী আন্দোলনের এক নেতা বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরেও সামাজিক অবস্থার কোনওরকম পরিবর্তন হয়নি। কারণ, আদালতের নির্দেশ মানসিকতার কোনওরকম পরিবর্তন ঘটাতে পারেনি। আর তা স্পষ্ট অভিনশুর সিদ্ধান্তে। 

[আরও পড়ুন: লোকসভায় ৮টি বিল পেশ সরকারের, নজরদারির অভিযোগে সরব বিরোধীরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement