সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা দিল্লি নয়, বিপদের মুখে প্রায় গোটা ভারত৷ এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় দুষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) সূত্রে৷ হালফিলে রাজধানী ‘গ্যাস চেম্বার’-এ পরিণত হওয়ায় টনক নড়েছে প্রশাসনের৷ এদিকে দূষণের মাত্রায় বিপজ্জনক অবস্থানের রয়েছে দেশের প্রায় ৯৪টি শহর৷
সিপিসিবি সূত্রে জানা গিয়েছে, ২০১১ সাল থেকে এই ৯৪টি শহরের একটিও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারেনি৷ বেশ কিছু শহরের নাকি ১৯৯০ সাল থেকে এই অবস্থা৷ এই নিয়ে একটি রিপোর্টও তৈরি করা হয়েছিল৷ কিন্তু, লাল ফিতের ফাঁস তা পার হতে পারেনি৷ এখন দিল্লির পরিস্থিতিতে ফের নড়েচড়ে বসেছেন কর্তাব্যক্তিরা৷
বিভিন্ন জায়গায় সতর্কবার্তা পাঠানো হয়েছে৷ ইতিমধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে ৩ দিনের জন্য স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন৷ প্রশাসন সূত্রে খবর, আবার জোড়-বিজোড়ের নিয়ম চালু করতে পারে দিল্লি সরকার৷ তবে বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী নয় এর স্থায়ী সমাধান করতে হবে গোটা দেশকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.