Advertisement
Advertisement

Breaking News

SpiceJet

‘আপনি মরে গেলেও যায়-আসে না’, স্পাইসজেটের ‘ঋণখেলাপি’ কর্তাকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

আপনাকে এবার তিহার জেলে পাঠাব, হুঁশিয়ারি বিচারপতির।

Not Bothered Even If You Die, now Supreme Court says To SpiceJet Chief Over Dues | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 13, 2023 4:44 pm
  • Updated:September 13, 2023 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আপনি মরে গেলেও কিছু এসে-যায় না। আপনাকে এবার তিহার জেলে পাঠাব।” বুধবার ঋণখেলাপির মামলায় স্পাইসজেটের (Spicejet) কর্ণধার অজয় সিংহকে (Ajay Singh) এই ভাষাতেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগেই গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং আর্থিক পরিষেবা সংস্থা ক্রেডিট সুইস এজি-র পাওনা টাকা মিটিয়ে দেওয়ার বিষয়ে স্পাইসজেটকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। যদিও সেই টাকা মেটায়নি বিমান সংস্থা। এতেই ক্ষুব্ধ হয়ে বিমান সংস্থার প্রধানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন বিচারপতি।

এসআর টেকনিকস নামের সুইজারল্যান্ডের একটি সংস্থার থেকে বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণে একাধিক পরিষেবা গ্রহণ করেছিল স্পাইসজেট। এই বিষয়ে দশ বছরের চুক্তিও হয় দুই সংস্থার মধ্যে। যদিও পরিষেবা বাবদ পাওনা মেটানো হয়নি বলে অভিযোগ করেছে সুইস সংস্থাটি। এই বিষয়ে মামলায় গত ২৫ জুলাই পাওনা টাকা ৫ লক্ষ ডলার মেটানোর জন্য সময় বাড়িয়ে দিয়েছিল শীর্ষ আদালত। এছাড়াও জরিমানা হিসেবে আরও ১০ লক্ষ টাকা দিতে বলা হয়েছিল। যদিও চুক্তি অনুযায়ী এর পরও প্রাপ্য মেটায়নি স্পাইসজেট।

Advertisement

[আরও পড়ুন: মহিলা বসের বিরুদ্ধে করা যাবে অভিযোগ, আসছে নয়া বিল]

এর পর বুধবার শুনানিতে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি আশানুদ্দিন আমানুল্লাহ। স্পাইসজেটের কর্ণধার অজয় সিংহের উদ্দেশে তিনি বলেন, “আপনার সংস্থা বন্ধ হয়ে গেলেও কিছু এসে যায় না, আপনি মরে গেলেও কিছু যায়-আসে না। আপনি টাকা না দিলে এ বার আমরা আপনাকে তিহার জেলে পাঠিয়ে দেব।” মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ সেপ্টেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement