Advertisement
Advertisement

‘জেলে যেতে ভয় পাই না’, ইডির সমন এড়িয়ে হুঙ্কার কেজরির

আবগারি মামলায় ইডি সমন পাঠিয়েছিল কেজরিওয়ালকে।

Not afraid of going to jail, says Arvind Kejriwal after skipping ED summon | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 2, 2023 7:44 pm
  • Updated:November 2, 2023 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেজরিওয়ালকে গ্রেপ্তার করে জেলে ভরা যেতে পারে। কিন্তু কেজরির আদর্শকে কি গ্রেপ্তার করা যায়? ইডির সমন এড়ানোর পর ভোটপ্রচারে গিয়ে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)। মধ্যপ্রদেশে (Madhya Pradesh) গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, জেলে যেতে ভয় পান না তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইডির (ED) দপ্তরে হাজিরা দেওয়ার সমন পাঠানো হয়েছিল কেজরিকে।

এদিন মধ্যপ্রদেশের সিংরাউলিতে প্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সেখানেই বলেন, “দিল্লিতে দাঁড়িয়ে ওরা রোজ হুমকি দিচ্ছে, কেজরিকে গ্রেপ্তার করবে। তবে তাতে কিছু এসে যায় না। কেজরিওয়াল জেলে যেতে ভয় পায় না। আমাকে গ্রেপ্তার করলেও আমার আদর্শকে গ্রেপ্তার করবে কী করে? লক্ষ, কোটি কেজরিওয়ালকে গ্রেপ্তার করবেন কী করে?” 

Advertisement

[আরও পড়ুন: খোদ প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্রে শ্লীলতাহানি আইআইটি ছাত্রীর! প্রতিবাদে সোচ্চার পড়ুয়ারা]

মধ্যপ্রদেশের ভোটে জয় নিয়ে আত্মবিশ্বাসী দিল্লির মুখ্যমন্ত্রী। নির্বাচনী প্রচারেই বলেন, “ফলপ্রকাশের দিন আমি জেলে থাকব কিনা জানি না। তবে যেখানেই থাকি না কেন, আমি চাই এখানকার মানুষ আমার নাম নিক। তাঁরা বলুন, কেজরিওয়াল সিংরাউলিতে এসেছিলেন এবং মানুষ তাঁকে ঐতিহাসিক জয় দিয়েছেন।”

প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু সেই সমনে সাড়া না দিয়ে মধ্যপ্রদেশে ভোটপ্রচারে যান দিল্লির মুখ্যমন্ত্রী। আপের তরফে বলা হয়, কেজরিওয়ালকে যে সমন ইডির তরফে পাঠানো হয়েছে সেটা বেআইনি। সম্পূর্ণভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে পাঠানো। এই বেআইনি তলবে সাড়া দেবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: এথিক্স কমিটির ‘গোপনীয়তা’ ভেঙেছেন মহুয়া, অভিযোগ তুলে নিন্দায় সরব বিজেপি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement