Advertisement
Advertisement

Breaking News

‘ভারত-চিন সীমান্ত সমস্যা সত্ত্বেও একটিও গুলি চলেনি গত ৪০ বছরে’

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে নয়া সমীকরণের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?

Not a single bullet fired in 40 years despite border dispute with China: Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2017 4:49 am
  • Updated:June 3, 2017 4:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও চিনের মধ্যে সীমান্ত সমস্যা রয়েছে৷ আর বিগত কয়েক দশক ধরেই এই সমস্যা রয়েছে৷ কিন্তু গত ৪০ বছরে এত সমস্যা সত্ত্বেও দুই দেশের মধ্যে একটিও গুলি চলেনি৷ সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের মতো আন্তর্জাতিক আলোচনা সভায় দাঁড়িয়ে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সভায় উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও৷

[নেতাজি অন্তর্ধান রহস্যে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল কেন্দ্র]

Advertisement

চার দেশের সফরের শেষ পর্যায়ে ইতিমধ্যেই প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি৷ কিন্তু তার আগে রাশিয়া সফরের এই আলোচনাসভার অন্যতম অতিথি ছিলেন তিনি৷ সেখানেই ভারত-চিন সম্পর্ক নিয়ে কথা ওঠে৷ আর তারই উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব এখন আরও বেশি করে সংযুক্ত ও একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়ছে৷ তাই সীমান্তের একাধিক সমস্যা সত্ত্বেও ভারত ও চিনের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বোঝাপড়া হওয়াটা খুবই প্রয়োজন৷

[প্রতারণার দায়ে গ্রেপ্তার বিহারের ‘টপার’ গণেশ কুমার, বাতিল রেজাল্ট]

এরপরই চিনের সাম্প্রতিক ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্প নিয়ে কথা ওঠে৷ পাক অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে যাওয়া ৫০ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের চিন-পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) নিয়ে আপত্তি রয়েছে ভারতের। সে কারণেই বেজিংয়ে গত ১৪-১৬ মে অনুষ্ঠিত দু’দিনের সম্মেলনে যোগ দেয়নি ভারত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই সম্মেলনে আমন্ত্রিত ৬৪টি দেশের মধ্যে মাত্র ২০টি দেশের শীর্ষ নেতারা এসেছিলেন৷ ভারতের অভিযোগ ছিল ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে৷ এরপরই ভারত-চিন সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন উঠতে শুরু করে৷ সেই প্রসঙ্গেই এদিন প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত-চিন সীমান্তে যত সমস্যাই থাক না কেন গত ৪০ বছরে একটি গুলিও চলেনি৷ তিনি জানান, এত বিরোধিতা সত্ত্বেও ব্রিকস (BRICS)-এর মতো মঞ্চে একসঙ্গে এসে দাঁড়িয়েছে নয়া দিল্লি ও বেজিং৷ একসঙ্গে হাত মিলিয়ে নতুন দু’টি অর্থনৈতিক কর্মসূচির সূচনা করার কথাও হয়েছে৷

[‘পরিষ্কার’ হতে যোগীকে ১৬ ফুট লম্বা সাবান পাঠাচ্ছেন দলিতরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement