হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: মহাকুম্ভ ২০২৫ সার্থক করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতোই কোমর বেঁধে মাঠে নেমেছে ভারতীয় রেল। প্রাথমিক ভাবে প্রয়াগরাজ জাংশন-সহ এই ডিভিশনের সমস্ত স্টেশনের সংস্কারে হাত লাগিয়েছে রেল। সংস্কারের মধ্যে যেমন রয়েছে সৌন্দর্যায়ন, তেমনই আছে যাত্রী স্বাচ্ছন্দে নানা ব্যবস্থা। দীর্ঘ সফরের যাত্রীদের ক্লান্তি কাটাতে উত্তর-মধ্য রেলের তরফে প্রয়াগরাজ জাংশনে গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক গেমিং জোন।
রেল সূত্রে জানা গিয়েছে, উত্তর-মধ্য রেল ডিভিশনে চালানো হচ্ছে বিশেষ ট্রেন, একাধিক স্টেশনে তৈরি হয়েছে অতিরিক্ত ছাউনি, নতুন টিকিট কাউন্টার। পাশাপাশি মহাকুম্ভের আগে প্রয়াগরাজ জাংশন স্টেশনে গড়ে তোলা হয়েছে আধুনিক গেমিং জোন। উত্তর-মধ্যে রেল ডিভিশনের তরফে বলা হয়েছে, তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফে। গেমিং জোনের মতোই সমস্ত আধুনিক ব্যবস্থা থাকছে।
গেমিং জোনটি রয়েছে প্রয়াররাজ স্টেশনের সিভিল লাইনের দিকে ৬ নাম্বার প্লাটফর্মের কাছে। যেখানে থাকছে ভিআর ক্রিকেট বক্স, মোশান থিয়েটার, পিসি গেমস, আরকেড গেমনস, জাঙ্গল সাফারি, এয়ার হকি ইত্যাদি গেমস। যাত্রীরা ক্লাসিক গেম থেকে শুরু করে অত্যাধুনিক অভিজ্ঞতা, যাবতীয় বিনোদন উপভোগ করতে পারবেন এখানে। রেলকর্তা হিমাংশু শুক্লা জানান, খুব সামান্য মূল্যের টিকিটের বিনিময়ে গেমিং জোন উপভোগ করতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সকলে। ২৪ ঘণ্টা খোলা থাকবে গেমিং জোন।
প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী। ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা সেই নগরীর আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ। ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভারতে হিন্দু পুণ্যার্থীদের সবচেয়ে বড় সমাবেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.