সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ প্রথমে মন্ত্রীমশাই জানিয়েছিলেন বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। আবার একদিন পরে সেই মন্ত্রীই জানিয়েছেন দুর্ঘটনায় মৃত্যু হয়নি একজনেরও। কীর্তিমান বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী দীনেশ চন্দ্র যাদবের এহেন বিবৃতিতে বিতর্কের ঝড় উঠেছে সব মহলে।
বৃহস্পতিবার দুর্ঘটনার পরে মন্ত্রী দীনেশ চন্দ্র যাদব ঘোষণা করেছিলেন ২৭ জন মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। এখানেই শেষ নয়, চটজলদি তিনি ঘোষণা করেন দুর্ঘটনাগ্রস্তদের পরিবার প্রতি ৪ লক্ষ টাকা করে ত্রান দেবে সরকার। এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বৃহস্পতিবার নিজের দেওয়া বিবৃতি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে উলটো সুর গাইলেন মন্ত্রী দীনেশ চন্দ্র যাদব। জানালেন, স্থানীয় সূত্র থেকে পাওয়া খবরে ভিত্তিতেই তিনি বৃহস্পতিবার বিবৃতি দিয়েছিলেন। আদতে দুর্ঘটনায় কোনও মৃত্যু হয়নি। সূত্রের খবর, বাসটিতে যাত্রার জন্য আগে থেকে সিট বুক করে রেখেছিলেন ৩২ জন যাত্রী। তবে, চালক ও হেল্পার বাদে মুজফ্ফরপুর থেকে বাসে যাত্রা শুরু করেছিল মাত্র ১৩ জন যাত্রী। বাকিদের বাসে ওঠার কথা ছিল গোপালগঞ্জ থেকে। মন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ ১৩ জনের মধ্যে ৮ জনকে ঘটনার পরেই স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিল প্রশাসন। বাকি ৫ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরেও থামেননি মন্ত্রীমশাই। তিনি অনুমান করেছেন, যে ৫ জনের খোঁজ পাওয়া যায়নি তারা নিজেদের মতও দুর্ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাসে আগুন লাগার পরেই জানালার কাঁচ ভেঙে যাত্রীরা বেরিয়ে এসেছিল। তারপর তাদের নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে।
#WATCH: On yesterday’s #Motihari bus accident, #Bihar Disaster Management Minister Dinesh Chandra Yadav says, ‘The information of deaths was wrong. Yes I said 27 people have died, it was based on info from local sources, but I also said that only final report will be considered’ pic.twitter.com/SAeEVQ3s6p
— ANI (@ANI) May 4, 2018
বৃহস্পতিবার বিহারের মুজফ্ফরপুর থেকে মতিহারির উদ্দেশে যাত্রা শুরু করেছিল বেসরকারি এসি বাসটি। জানা গিয়েছে, পূর্ব চম্পারণ জেলার ২৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গভীর খাদে পড়া গিয়েছিল। সঙ্গে সঙ্গে আগুন লেগে গিয়েছিল বাসটিতে। ঘটনার পরে তাঁর মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী দীনেশ চন্দ্র যাদবের আলটপকা মন্তব্যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিষয়টি নিয়ে কোনও মন্তব্য না করে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.