সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের গোড়াতেই রান্না্র গ্যাসের দাম বাড়ল। বছরের শেষে ভরতুকিহীন সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা ঘোষণা হয়েছিল। নতুন বছরের প্রথমদিন থেকে সেই নতুন দাম কার্যকর হল। জানা গিয়েছে, এক ধাক্কায় ভরতুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ২১ টাকা ৫০ পয়সা। ফলে এখন কলকাতার বাজারে ভরতুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৭৪৭ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। অবশ্য তাতেও স্বস্তিতে নেই মধ্যবিত্ত।
এখন কেন্দ্রীয় সরকার বছরে ১৪.২ কেজি ওজনের ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। কিন্তু ভরতুকিহীন দামেই সেই গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। পরে ভরতুকির টাকা সরাসরি গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। ফলে নতুন বছরের ১ জানুয়ারি থেকে ওই ওজনের গ্যাস সিলিন্ডার কিনতে গ্রাহকদের ৭৪৭ টাকাই দিতে হবে। বছরে ১২টির বেশি সিলিন্ডারের নেওয়া হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকরা। এবার সেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল।
প্রসঙ্গত, ডিসেম্বরের শুরুতেই ভরতুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছিল এক দফা। সেই সময় এক লপ্তে প্রায় ১৯ টাকা দাম বাড়ানো হয়। এরপর মাসের শেষে ফের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের একাংশের। পরিসংখ্যান বলছে, এই নিয়ে গত চারমাসে ভরতুকিহীন সিলিন্ডারের দাম মোট ১৪৬ টাকা বাড়ানো হল।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দামের ওঠাপড়ার সঙ্গে সঙ্গতি রেখেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি গ্যাসের মূল্য নির্ধারণ করে। ফলে প্রতি মাসে গ্যাসের দাম ওঠানামা করে। তার সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় ভরতুকির পরিমাণও। দুর্গাপুজোর আগেই ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সে বার কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো মেট্রো শহরে ১৪.২ কেজি ওজনের ভরতুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ১২.৫ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছিল। আরও একবার গ্যাসের দাম বাড়ালো রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলি।
এমনিতেই সবজি থেকে মাছ, দুধ থেকে তেল-সবকিছুর দামই হু হু করে বাড়ছে। দামের ছ্যাঁকায় হাত পুড়ছে মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বাড়ল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.