Advertisement
Advertisement

Breaking News

দাম কমল গ্যাসের

লকডাউনে মধ্যবিত্তদের জন্য স্বস্তি, অনেকটাই কমল ভরতুকিহীন সিলিন্ডারের দাম

কলকাতায় সিলিন্ডারের নতুন দাম কত হল?

Non-subsidised LPG prices cut in Metro cities in Lock Down
Published by: Subhamay Mandal
  • Posted:May 1, 2020 3:40 pm
  • Updated:May 1, 2020 3:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনের বাজারে মধ্যবিত্তের স্বস্তি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় ভারতে অনেকটাই দাম কমল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের। কলকাতায় দাম কমল প্রায় ১৯০ টাকা। ৭৭৪ টাকা থেকে কমে নয়া দাম এখন ৫৮৪ টাকা। দিল্লি, মুম্বই-সহ দেশের বাকি মেট্রো শহরগুলিতেও ব্যাপক দাম কমেছে ভরতুকিহীন রান্নার গ্যাসের।

মার্চের ২৫ তারিখ দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর আতঙ্কে বহু মানুষ গ্যাস সিলিন্ডার কিনতে শুরু করেন। সেই সময় অনেকটাই দাম বেড়ে গিয়েছিল ভরতুকিহীন সিলিন্ডারের। এপ্রিল মাসে এলপিজি সিলিন্ডারের দাম ২০ শতাংশ বেড়ে যায়। ভরতুকিহীন গ্যাসের দাম কলকাতায় বেড়ে দাঁড়ায় ৭৭৪ টাকা। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার দাম পড়ায় প্রভাব পড়েছে এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনের মাঝে প্রথমবার, ১২০০ পরিযায়ী শ্রমিক নিয়ে তেলেঙ্গানা থেকে রওনা দিল ট্রেন]

জানা গিয়েছে দিল্লিতে ১৬২ টাকা কমে ভরতুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১ টাকা। মুম্বইয়ে ৭১৪ টাকা থেকে কমে সিলিন্ডারের নতুন দাম ৫৭৯ টাকা। সবচেয়ে বেশি কমেছে কলকাতায়। এখানে ১৯০ টাকা কমে বর্তমানে সিলিন্ডারের দাম হল ৫৮৪ টাকা। প্রসঙ্গত, করোনা ত্রাসে আন্তর্জাতিক বাজারে তেলের চাহিদা তলানিতে নেমেছে। বিশ্ববাজারে একসময় যে তেলের দাম ১০০ ডলারের উপরে ছিল, এখন ১৫ ডলারে নেমে এসেছে। তবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব-সহ রপ্তানিকারক দেশগুলিতে বিক্রি না থাকায় মজুত বেড়েছে।

[আরও পড়ুন: মেট্রোয় বন্ধ হচ্ছে টোকেন ব্যবহার! ব্যাংক-এটিএম-রেল পরিষেবায় চালু একাধিক নয়া নিয়ম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement