সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘অভি তো পার্টি শুরু হুই হ্যায়…’ আর শুরু হতেই পানশালার স্ক্রিন জুড়ে রাম-রাবণের যুদ্ধ। তবে সে যুদ্ধে অ্য়াকশন কম, নাচের তাল বেশি! ভাবছেন এ আবার কেমন কম্ম? হ্য়াঁ, রামায়ণের ধারাবাহিকের দৃশ্য নিয়ে এমনটাই ঘটিয়ে ফেলেছে নয়ডার একটি পানশালা। পানশালার ভিতর মদ্যপ অবস্থায় যখন নাচের তালে মত্ত সবাই, ঠিক সেই সময়ই স্ক্রিনে ফুটে উঠল রাম-রাবণ যুদ্ধ। ডাবিংয়ের সাহায্যে পালটে দেওয়া হল রাম-রাবণের সংলাপও। আর সেই সংলাপেই মেতে উঠলেন পানশালায় উপস্থিত অতিথিরা।
পানশালার এমন কম্মের ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হতেই নজরে এসেছে হিন্দু সংগঠনের। সঙ্গে সঙ্গে অভিযোগও জমা পড়েছে এই পানশালার বিরুদ্ধে। এই পানশালার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্য়েই পুলিশ পানাশালায় পৌঁছে গ্রেপ্তার করেছে একজনকে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত করা হবে। অপরাধীকে প্রয়োজনে কঠোর শাস্তিও দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.