Advertisement
Advertisement

Breaking News

যোগীর কড়া নিয়মের বাইরে নন মন্ত্রীরাও, দেখুন কী বলছে মুখ্যমন্ত্রীর ‘Code of Conduct’

সরকারের কাজকর্মে স্বচ্ছতা আনতে যোগীর উদ্যোগ।

Noe UP CM Yogi Adityanath introduces 'code of conduct' for Mantris
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 18, 2017 1:16 pm
  • Updated:October 8, 2019 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনের কাজ নিয়ে রাজ্যবাসীর মনে কোনও প্রশ্ন উঠুক তা মোটেই কাম্য নয় যোগী-সরকারের। সূত্রের খবর, সরকারের কাজকর্মে স্বচ্ছতা আনতে মন্ত্রীদের জন্য ‘Code of Conduct’ চালু করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই নিয়মবিধিতে স্পষ্ট করে বলা থাকবে,

Advertisement

১. কোনও মন্ত্রী যদি ৫ হাজার টাকার বেশি মূল্যের কোনও উপহার নেন তবে তা রাজকোষে জমা দিতে হবে।

২. কোনও সংস্থার সঙ্গে যদি কোনও মন্ত্রীর কোনওরকম অংশীদারি থাকে তবে তা সরকারকে জানাতে হবে।

৩.  শুধু তাই নয়, মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে প্রত্যেক জন-প্রতিনিধির পেশা সম্পর্কে জানাতে হবে।

৪. আত্মীয়দের সম্পর্কেও যাবতীয় তথ্য পেশ করতে হবে। বিশেষ করে যদি কোনও আত্মীয়র সঙ্গে সরকারি স্তরে কোনও যোগ থাকে।

৫. মন্ত্রীরা নিজেদের পদাধিকার প্রয়োগ করে কোনও কাজ করতে পারবেন না।

৬. কোনও সরকারি সফরে গেলে মন্ত্রীদের সার্কিট হাউসে থাকতে হবে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement