সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : ফের নোবেল চুরি। রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার কৈলাস সত্যার্থী। সোমবার রাতে কৈলাস সত্যার্থীর দিল্লির বাড়ি থেকে খোয়া গিয়েছে নোবেল পদকটি। সূত্রের খবর, আমেরিকায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছেন তিনি। সোমবার রাতে বাড়ির দরজা ভেঙে তাঁর দিল্লির বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। তছনছ করে গোটা বাড়ি। মূল্যবান গয়না-সহ বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নোবেল পদকের রেপ্লিকাটিও নিয়ে পালায় চোরেরা।
দক্ষিণ-পূর্ব দিল্লির অলকানন্দা অ্যাপার্টেমেন্টে থাকেন নোবেলজয়ী কৈলাস সত্যার্থী। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে তাঁর এনজিওর কর্মীরা কাজে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। ঘরে জিনিসপত্র ফাঁকা। তারাই বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ও ফরেন্সিক এক্সপার্ট ঘটনাস্থলে আসেন। তারা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলছে তারা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।
Delhi: Theft at Nobel Laureate & social activist Kailash Satyarthi’s home; Many things including his Nobel Prize stolen.
— ANI (@ANI_news) February 7, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.