Advertisement
Advertisement

নোট বাতিলে কে আসলে লাভবান, জানালেন অমর্ত্য সেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন৷ দেশের আর্থিক বৃদ্ধি এতে থমকে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন৷ এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷আরও পড়ুন:হিংসা বরদাস্ত নয়, পরিস্থিতি সামলাতে মণিপুরে আরও ১০হাজার সেনা পাঠাচ্ছে কেন্দ্র‘কেজরির চেয়ে হাজার গুণ ভালো’, মুখ্যমন্ত্রী অতিশীর প্রশংসায় পঞ্চমুখ দিল্লির উপরাজ্যপাল Advertisement […]

 Nobel Laurete Amartya Sen expresses his vies on demonetisation
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 9:46 am
  • Updated:January 11, 2017 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন৷ দেশের আর্থিক বৃদ্ধি এতে থমকে যাবে বলে আশঙ্কাও প্রকাশ করেছিলেন৷ এবার সরাসরি প্রধানমন্ত্রীকেই এই সিদ্ধান্তের জন্য কাঠগড়ায় তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷

ভারতের মতো দেশে কেন নোট বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাঙ্ক? অমর্ত্য মনে করেন এরকম সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের নেওয়াই নয়৷ বরং প্রধানমন্ত্রীই এই সিদ্ধান্ত নিয়েছেন৷ অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক কেন্দ্রকে সবুজ সংকেত দিয়েছে৷ তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বের তাবড় এই অর্থনীতিবিদ৷ মনমোহন সিং বা অন্য কেউ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকলে এ সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন বলেও মত তাঁর৷ মনমোহন সিং নিজেও এই আর্থিক বৃদ্ধি থমকে যাওয়ার কথা বলেছেন৷ একই আশঙ্কা প্রকাশ করেছেন খোদ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও৷ যিনি নিজে এককালে অর্থমন্ত্রীও ছিলেন৷ অর্থাৎ নোট বাতিলে দেশের আর্থিক বৃদ্ধি যে ধাক্কা খাবে এ নিয়ে কোনও দ্বিমত নেই৷ কিন্তু অমর্ত্যর ভাবনা আরও সুদূরপ্রসারী৷ তাঁর মতে শুধু জিডিপি-র বিচারে এই ক্ষতি মাপা যাবে না৷ যত মানুষের প্রাণহানি হল, যেভাবে চাষ মার খেল, মহিলাদের কাজ পাওয়ার ক্ষেত্রে যে সমস্যার সৃষ্টি হল তা দেশের অর্থনীতিকে আরও পিছনে ফেলে দেবে৷ বস্তুত যে কালো টাকা রোখার কথা বলে নোট বাতিলের সিদ্ধান্ত বাজিমাত করেছিল, তাকে এদিন পাত্তাই দিলেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ৷ তাঁর মতে, নকল টাকা কখনওই বড় সমস্যা ছিল না ভারতের কাছে৷ দেশের অর্থনীতি যখন ভাঙনের মুখে তখন কালো টাকাকে ঢাল করার ঘোরতর বিরোধী তিনি৷ এমনকী নোট বাতিলের এই সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি৷ ৬ শতাংশ কালো টাকার জন্য ৮৬ শতাংশ নোট বাতিলকে তিনি কোনওভাবেই সমর্থন করেননি৷

Advertisement

তাহলে মানুষ কেন নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করছেন? অমর্ত্যর যুক্তি, মানুষ সম্ভবত ভাবছেন দেশের কালো টাকা এতে দূর হবে৷ গরিবের মঙ্গল হবে আর ধনীরা বিপাকে পড়বে- এই ধারণা থেকেই বেনিফিট অফ ডাউটে সুবিধা পাবেন প্রধানমন্ত্রী৷ সাফ কথা অমর্ত্যর৷

আরও পড়ুন- 

খোঁজ মিলছে না প্রতিবাদী জওয়ানের, আতঙ্কে পরিবার

ইমাম বরকতিকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটদুনিয়া

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement