Advertisement
Advertisement

Breaking News

Abhijit Vinayak Banerjee

যোগীর সঙ্গে সাক্ষাৎ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের, গবেষণার জন্য উত্তরপ্রদেশেকে বাছলেন নোবেলজয়ী

খুব তাড়াতাড়িই উত্তরপ্রদেশে কাজ শুরু করতে পারেন অভিজিৎ।

Nobel Laureate Abhijit Vinayak Banerjee will research in Uttar Pradesh | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 10, 2024 5:57 pm
  • Updated:January 10, 2024 5:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বঙ্গসন্তান। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালো। রাজ্যের আর্থিক উপদেষ্টা পরিষদেও আছেন। তবে নিজের নতুন গবেষণার জন্য নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee) বাছলেন উত্তরপ্রদেশকে। আগামী দিনে উত্তরপ্রদেশের প্রান্তিক মানুষদের নিয়ে গবেষণা করতে চান নোবেলজয়ী বঙ্গ সন্তান। খোদ সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে দেখা করে সে ব্যাপারে প্রাথমিক সম্মতিও জোগাড় করেছেন অভিজিৎবাবু।

জানা গিয়েছে, AI ব্যবহার করে কী ভাবে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে গবেষণা করতে চাইছেন নোবেলজয়ী বঙ্গ সন্তান। এ বিষয়ে বিশদে তিনি কিছু জানাতে না চাইলেও এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, উত্তরপ্রদেশের জনবিন্যাসের কারণেই এই গবেষণার ক্ষেত্রে সেরাজ্যকে সবচেয়ে উপযুক্ত বলেই মনে করছেন তিনি। তাছাড়া জাতীয় ক্ষেত্রে সাফল্য পেতে গেলে দেশের বৃহত্তম রাজ্য থেকেই সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে বলে তাঁর ধারণা।

Advertisement

[আরও পড়ুন: ‘আগের রাতেও পরিবারের সঙ্গে গল্প-আড্ডা চলেছে, হঠাৎ…’, রাশিদ প্রয়াণে শোকাহত রুদ্রনীল]

ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন তিনি। মঙ্গলবার বঙ্গ বিজেপির (BJP) সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে লখনউ গিয়ে যোগীর সঙ্গে বৈঠক করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যোগীর অযোধ্যা সফর ছিল। তবে অভিজিতের আগ্রহ জানার পরে তিনি অযোধ্যা সফর পিছিয়ে দেন। মঙ্গলবার প্রায় ঘণ্টাখানেক যোগীর সঙ্গে কথা বলেন অভিজিৎ।

[আরও পড়ুন: রামমন্দিরে বসল ১২ ফুট লম্বা সোনার দরজা, ঝলমলে কারুকাজে মুগ্ধ হবেন ভক্তরা]

সূত্রের খবর, নোবেলজয়ী অর্থনীতিবিদকে উত্তরপ্রদেশে স্বাগত জানিয়েছেন যোগী। তাঁকে সবরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন। খুব তাড়াতাড়িই উত্তরপ্রদেশে কাজ শুরু করতে পারেন অভিজিৎ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement