Advertisement
Advertisement

সত্যি কি বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট? কী বললেন মন্ত্রী?

কবেই বা আসছে ২০০ টাকার নোট?

No ‘withdrawal’ of Rs 2,000 note, Rs 200 to be issued soon, says Gangwar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 29, 2017 12:12 pm
  • Updated:July 29, 2017 12:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে বলে যে গুজব বাজারে শোনা যাচ্ছে, তা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সাফ জানিয়ে দিলেন, এখনই ২০০০ টাকার নোট বাতিল হওয়ার কোনও পরিকল্পনা নেই অর্থমন্ত্রকের। মন্ত্রী এও জানিয়েছেন, দ্রুতই বাজারে আসতে চলেছে ২০০ টাকার নতুন নোট।

সংবাদ সংস্থাকে গাঙ্গওয়ার বলেছেন, “২০০০ টাকার নোট বাতিলের খবর সত্যি নয়। হ্যাঁ, এটা সত্যি যে ২০০০ টাকার নোট ছাপানোর পরিমাণ কমিয়ে আনা হয়েছে। কিন্তু সেটা আলাদা ইস্যু।” তিনি আরও জানিয়েছেন, ২০০০ টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কই যা বলার বলবে। কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়েছে বলে রিপোর্ট প্রকাশিত হয়েছে। গত ২৬ জুলাই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ নিয়ে কথা ওঠে পার্লামেন্টেও। যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি এই বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।

Advertisement

সূত্রের খবর, ২০০০ টাকার নোটের সরবরাহ সীমাবদ্ধ করতে কেন্দ্র নয়া উদ্যোগ নিয়েছে। ২০০০ টাকার নোটের সংখ্যা কমিয়ে এনে অপেক্ষাকৃত ছোট ২০০ টাকার নোটের সরবরাহ বাড়ানো হতে পারে। ২০০০ টাকার নোট এখনই পুরোপুরি তুলে নেওয়া হবে না সম্ভবত। গাঙ্গওয়ার জানিয়েছেন, ইতিমধ্যেই ২০০ টাকার নোট ছাপানোর কাজ শুরু হয়ে গিয়েছে। দ্রুতই নতুন নোট বাজারে ছাড়া হবে। কেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, আসন্ন আগস্ট মাসেই বাজারে আসতে পারে ২০০ টাকার নতুন নোট। জুন থেকেই নাকি মাইসুরু পেপার মিলে নোট ছাপানোর কাজ চলছে জোরকদমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement