সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের বিপর্যয়ের পর কার্যত অস্তিত্বের লড়াই লড়ছে ‘দ্য গ্র্যান্ড ওল্ড পার্টি’৷ পথ খুঁজে না পেয়ে শেষমেশ আঞ্চলিক দলের সাহায্য প্রার্থনা করে মোদি বিরোধী মহাজোটের চেষ্টা করছে সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস দল৷ মহাজোটের স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও অখিলেশ যাদব৷ তবে সেই চেষ্টায় আপাতত বড়সড় ধাক্কা খেল কংগ্রেস৷ শুক্রবার কংগ্রেস নেত্রীর ‘মহাভোজে’র আমন্ত্রণে অনুপস্থিত ছিলেন নীতিশ কুমার৷ তাৎপর্যপূর্ণ ভাবে ঠিক তার পরের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে দিল্লির পথে নীতিশ৷
[স্কুলে পর্নসাইটে চোখ নাবালিকার, কারণ শুনে হতবাক শিক্ষিকা]
মোদি সরকারের তৃতীয় বর্ষপূর্তিতে বিরোধী একতা প্রদর্শনের ‘মহাভোজে’ নীতিশের অনুপস্থিতি ইন্ধন জুগিয়েছে জল্পনায়৷ অনেকেই মনে করছেন ২০১৯ সালের দিল্লি দখলের লড়াইয়ে বিরোধী শিবিরে ফাটল ধরেছে৷ তবে নিজের অনুপস্থিতি নিয়ে সাফাই দিয়েছেন নীতিশ৷ তিনি জানিয়েছেন, মরিশাসের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্যই তিনি সোনিয়ার আমন্ত্রণ রাখতে পারেননি৷ তিনি আরও জানিয়েছেন, মরিশাসের সঙ্গে বিহারের আলাদা সম্পর্ক রয়েছে৷ ওই দেশের প্রায় ৫২ শতাংশ মানুষের বিহারের বংশোদ্ভূত৷ এছাড়াও, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গঙ্গা নিয়ে শনিবার আলোচনায় বসতে চলেছেন নীতিশ কুমার৷
[প্রকাশিত মাধ্যমিকের ফল, মেধার টক্করে এবার সেরা বাঁকুড়া]
উল্লেখ্য, গত সপ্তাহে মোদির প্রশংসা করে নিজেকে প্রধানমন্ত্রী পদের দাবিদার নয় বলে জানিয়েছেন নীতিশ৷ যদিও বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার গুজব উড়িয়ে কংগ্রেস ও শরিক দল লালুপ্রসাদের ‘আরজেডি’-কে আশ্বস্ত করেছেন তিনি৷ প্রসঙ্গত, জানুয়ারি মাসে নীতিশের একটি ভোজসভা বয়কট করে কংগ্রেস৷ কারণ সেখানে বিজেপি নেতাদের আমন্ত্রণ জানিয়েছিলেন নীতিশ৷ মোদির নোট বাতিলের সিদ্ধান্তে মমতা-সহ বিরোধীরা সরব হলেও, ওই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন নীতিশ৷ নোট বাতিলের পদক্ষেপ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে বলেই মত দিয়েছিলেন তিনি৷
তবে যাই হোক না কেন, নীতিশ কুমার ও বিজেপির মধ্যে ক্রমবর্ধমান সৌহার্দ্যে যথেষ্ট উদ্বিগ্ন বিরোধী শিবির৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন কার্যত বিরোধীদের অস্তিত্ব রক্ষার লড়াই৷ সে লড়াইয়ে নীতিশের মতো ‘হেভিওয়েট’ নেতাকে হারানো মানেই প্রবল বিপর্যয় তা বুঝতে পেরেই চাপে বিরোধীরা৷
[পশু হাটে গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি কেন্দ্রর]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.