সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা ‘আফস্পা’ তুলে নেওয়ার দাবি দীর্ঘদিনের। এবার সেটা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেন দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দিয়ে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জানান, দীর্ঘদিনের দাবি মেনে অদূর ভবিষ্যতে কাশ্মীর থেকে তুলে নেওয়া হতে পারে আফস্পা। তবে সেটার জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা দিতে রাজি হননি তিনি। একই সঙ্গে সেনাপ্রধান উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতি উপত্যকা থেকে আফস্পা প্রত্যাহারের জন্য অনুকূল নয়।
কোনও ডেডলাইন না দিয়ে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, “কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর থেকে আফস্পা দ্রুতই তুলে নেওয়া হতে পারে। সেনা যখন মনে করবে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক এবং সহায়ক, তখনই আফস্পা প্রত্যাহার করা হতে পারে।” তিনি আরও বলেন, “আফস্পা প্রত্যাহারের সম্ভাবনা প্রবল। আমরা এ নিয়ে ভাবনাচিন্তা করছি। ডোডা, রাজৌরি, কিশতওয়ারের পরিস্থিতিতে নজর রাখছি আমরা। এই এলাকাগুলিতে যাতে সন্ত্রাসবাদ আর মাথাচাড়া না দেয়, সেই দিকে খেয়াল রাখা হচ্ছে।”
সেনা আপাতত কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার চেষ্টা করছে। সেনাপ্রধান জানিয়েছেন, কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করতে ১৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ধীরে ধীরে জঙ্গি মুক্ত করা হবে গোটা কেন্দ্রশাসিত অঞ্চল। তারপরই AFSPA প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হবে। কাশ্মীর সরকার এবং কেন্দ্র সরকারের সঙ্গে উপত্যকায় সন্ত্রাসবাদ নির্মূল করা নিয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন সেনাপ্রধান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.