সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনার বাড়িতে কি প্রচুর সোনা বা সোনার গয়না রয়েছে? তাহলে আপনার চিন্তা বাড়াতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সর্বশেষ বিজ্ঞপ্তি৷ তবে বিবাহিত মহিলাদের চেয়ে বেশি বেকায়দায় পড়তে পারেন অবিবাহিতারা৷ বিবাহিতরা ৫০০ গ্রাম ও অবিবাহিতরা ২৫০ গ্রাম পর্যন্ত সোনা জমাতে পারেন৷ তার চেয়ে বেশি সোনা রাখলে বাজেয়াপ্ত করতে পারে আয়কর দফতর৷
ঘোষিত আয়ের টাকায় কেনা সোনা বা সোনার গয়নায় কোনও কর বসানো হবে না৷ পাশাপাশি, ছাড় পাবে গৃহস্তের স্বল্প সঞ্চয় ও করমুক্ত আয়ের টাকায় কেনা সোনাও৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে৷ গত কয়েকদিন ধরেই দেশজুড়ে গুজব ছড়ায়, বাড়িতে সোনা রাখলেই নাকি বাজেয়াপ্ত করা হবে৷ বৃহস্পতিবার, কেন্দ্রের তরফে এরকম কোনও গুজবে কান না দিতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে৷
কালো টাকা উদ্ধারে নেমে সরকার এবার গচ্ছিত সোনার উপর করের বোঝা চাপাচ্ছে৷ একইসঙ্গে কেন্দ্র জানিয়েছে, সোনার ঊর্ধ্বসীমাতে কিছু রদবদল আনা হল৷ তবে পারিবারিক সূত্রে পাওয়া সোনার অলঙ্কারে এক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে৷ তবে অতিরিক্ত সোনা থাকলে তা সরকার বাজেয়াপ্ত করবে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, বিবাহিত মহিলা পিছু ৫০০ গ্রাম, অবিবাহিত মহিলা পিছু ২৫০ গ্রাম ও পুরুষরা ১০০ গ্রাম করে সোনা বাড়িতে রাখলে তা বাজেয়াপ্ত করা হবে না৷ সোনার উৎস উল্লেখ করলে কর ছাড় দেওয়া হবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.