Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

‘বাজেটে কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি’, বিরোধীদের বিক্ষোভের মাঝে সাফাই অর্থমন্ত্রীর

বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দাগতে দেখা দিয়েছিল বিরোধীদের। এর পর বুধবার সকালে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের নেতারা। তার জবাবেই রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে।

No state ignored in Union Budget 2024, says Nirmala Sitharaman
Published by: Biswadip Dey
  • Posted:July 24, 2024 1:08 pm
  • Updated:July 24, 2024 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ২০২৪ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার পর থেকেই এই বাজেটকে ‘কুর্সি বাঁচানোর বাজেট’ বলে তোপ দাগতে দেখা দিয়েছিল বিরোধীদের। এর পর বুধবার সকালে সংসদের বাইরে একযোগে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোটের (INDIA alliance) নেতারা। তার জবাবেই রাজ্যসভায় অর্থমন্ত্রী দাবি করলেন, কোনও রাজ্যকেই অবহেলা করা হয়নি বাজেটে (Union Budget 2024)। বিরোধীরা দেশের নাগরিকদের বিভ্রান্ত করতে চাইছে। তাঁর ভাষণের পরই রাজ্যসভা থেকে ওয়াক আউট করলেন বিরোধী সাংসদরা।

এদিন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব-সহ ডিএমকে ও বাম সাংসদরা যোগ দেন বিক্ষোভে। তাঁদের দাবি, ”আমরা ইন্ডিয়া বাজেট চাই, এনডিএ বাজেট নয়।”

Advertisement

[আরও পড়ুন: বাণিজ্যে বৃদ্ধি, বাজেটের ‘নয়া দিশা’য় খুশি শিল্পমহল]

বিরোধীদের জবাব দিতে গিয়ে রাজ্যসভায় নির্মলা (Nirmala Sitharaman) বলেন, ”প্রতিটা বাজেটে দেশের সমস্ত রাজ্যকে সুযোগ দেওয়া সম্ভব হয় না।” পরে তিনি বলেন, মহারাষ্ট্রের ভন্ধাভনে একটি বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক। কিন্তু বাজেট ভাষণে আলাদা করে মহারাষ্ট্রের নাম উল্লিখিত হয়নি। এই প্রসঙ্গে অর্থমন্ত্রীর প্রশ্ন, ”তার মানে কি মহারাষ্ট্রকে অবহেলা করা হয়েছে? এটা কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের ইচ্ছাকৃত প্রয়াস মানুষকে বোঝানোর যে, আমাদের রাজ্যগুলিকে অবহেলা করা হয়েছে? এটি একটি আপত্তিকর অভিযোগ।”

প্রসঙ্গত, মঙ্গলবার কংগ্রেস দাবি করে, এই বাজেট আসলে এনডিএর শরিকদের খুশি করার বাজেট। কংগ্রেস ভোটের আগে যে ন্যায়পত্র ঘোষণা করেছিল, সেখান থেকে অবিকল নকল করা। একই দাবি তৃণমূল, সমাজবাদী পার্টির (Samajwadi Party) মতো দলগুলিরও। সেই বিক্ষোভের রেশই বজায় থাকল বুধবারও। আর এই পরিস্থিতিতে বিরোধীদের আক্রমণ করলেন অর্থমন্ত্রী।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত উপত্যকা, জোড়া গুলির লড়াইয়ে খতম ১ জঙ্গি, শহিদ ১ জওয়ান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement