Advertisement
Advertisement

Breaking News

Delhi Hit and Run Case

যৌন হেনস্তার শিকারও হয়েছিলেন? দিল্লিতে মৃত তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে

প্রায় চার কিলোমিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল সেই 'ঘাতক' গাড়ি।

No sexual assault in Delhi Hit and Run Case, says autopsy | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 3, 2023 5:36 pm
  • Updated:January 3, 2023 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের প্রথম দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল রাজধানী দিল্লি। গাড়ির নিচে পা আটকে যায় তরুণীর পা। যার জেরে প্রায় চার কিলোমিটার রাস্তা তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সেই ‘ঘাতক’ গাড়ি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে শুধু ছেঁচড়ে নিয়ে যাওয়াই নয়, মেয়ের উপর যৌন হেনস্তার অভিযোগও তুলেছিলেন মৃতা অঞ্জলি সিংয়ের মা। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তাঁর সঙ্গে কোনও জোরজবরদস্তি করা হয়নি।

তরুণীর মা রেখা দাবি করেছিলেন তাঁর মেয়েকে যৌন হেনস্তা করেছে অভিযুক্তরা। তিনি বলেন, “সম্পূর্ণ নগ্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে আমার মেয়ের দেহ। যৌন হেনস্তা না হলে দুর্ঘটনায় পুরো পোশাক ছিঁড়ে যাওয়া সম্ভব নয়। আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। সুবিচার চাই।” নির্ভয়ার মতো তাঁর সঙ্গে যৌন নির্যাতন হয়েছে বলে দাবি করে কান্নায় ভেঙে পড়েছিলেন পরিবারের অন্য সদস্যরাও। কিন্তু এদিন ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর তেমন সম্ভাবনা কার্যত দূর হয়ে গেল। দিল্লির আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ কমিশনার এসপি হুডা জানান, তরুণীর গোপনাঙ্গে কোনও আঘাতের চিহ্ন নেই। অর্থাৎ তাঁকে যৌন হেনস্তা করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, প্রত্যাশা পূরণই চ্যালেঞ্জ নির্মলার সামনে]

রিপোর্টে আরও জানা গিয়েছে, আতঙ্ক আর অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই প্রাণ হারান অঞ্জলি। তাঁর মাথা, শিরদাঁড়া, উরু এবং পায়ের নিচের অংশে আঘাত লেগেছিল। দীর্ঘ রাস্তা ছ্যাঁচড়ানোর কারণেই এধরনের চোট পেয়েছিলেন তরুণী বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

ঘটনা দিল্লির সুলতানপুরির। স্কুটিতে করে যাচ্ছিলেন অঞ্জলি সিং। সেই সময়ই স্কুটিটিতে সজোরে ধাক্কা মারে এক বেপরোয়া গাড়ি। গাড়ির নিচে আটকে যায় তরুণীর পা। সেই অবস্থাতেই সুলতানপুরি থেকে কাঞ্ঝাওয়ালা পর্যন্ত ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতেই পৌঁছে যান তরুণী। জানা গিয়েছে, গাড়ির চালকের মনে হয়েছিল, নিচে কিছু একটা আটকে আছে। তবে তার সঙ্গী সে ধারণা ভুল বলে জানায়। ইতিমধ্যেই সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভয়ংকর দৃশ্য। সুবিচারের দাবিতে সুলতানপুরি থানার বাইরে বিক্ষোভে শামিল স্থানীয়রা।

[আরও পড়ুন: অনিশ্চয়তায় শিক্ষিকা ববিতা সরকার, ‘নিয়োগ অবৈধ’, চাকরি বাতিলের দাবিতে হাই কোর্টে মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement