Advertisement
Advertisement
Supreme Court

‘দূষণে উৎসাহ দেয় না কোনও ধর্ম’, দিল্লির বাতাসে বাড়ন্ত বারুদের গন্ধে পুলিশকে সুপ্রিম তোপ

সুস্থ পরিবেশ নাগরিকের মৌলক অধিকার, মন্তব্য শীর্ষ আদালতের।

No Religion Encourages Pollution Supreme Court On Firecrackers in Delhi
Published by: Kishore Ghosh
  • Posted:November 11, 2024 2:34 pm
  • Updated:November 11, 2024 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিওয়ালিতে আতসবাজি বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধ করেছিল দিল্লি পুলিশ। অভিযোগ, এর পরেও উৎসবের মরসুমে রোখা যায়নি বাজি ও বারুদের দাপট। ফলস্বরূপ দূষণের কুয়াশায় সাতসকালেই সন্ধে নামছে রাজধানীতে। এই ঘটনায় বিরক্ত সুপ্রিম কোর্টের মন্তব্য, “কোনও ধর্ম পরিবেশ দূষণে উৎসাহ দেয় না।” পুলিশের কাজে বিরক্তি প্রকাশ করে বিচারপতিদের নির্দেশ, “দ্রুত ব্যবস্থা নিন।”

রাজধানীর দূষণ নিয়ে মামলা উঠেছিল বিচারপতি এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চে। সোমবার আদালত মন্তব্য করে, “দূষণের সৃষ্টি হয় এমন কোনও কাজকে উৎসাহিত করে না কোনও ধর্ম। যদি এভাবেই আতসবাজি ফাটানো চলতে থাকে… তবে তা নাগরিকদের স্বাস্থ্যের মৌলিক অধিকারকেও ক্ষুণ্ণ করে।” সংবিধানের ২১ নং ধারার কথা উল্লেখ করে শীর্ষ আদালত জানায়, দূষণহীন পরিবেশ বসবাস করে প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে পড়ে।

Advertisement

দিল্লি সরকারের প্রতি সুপ্রিম কের্টের আরও পরামর্শ, ভবিষ্যতের কথা ভেবে শুধু উৎসবের মরসুমে নয়, রাজধানীতে বাজি বিক্রি ও পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হোক। এদিনের শুনানিতে সবচেয়ে বড় যে প্রশ্ন ওঠে, তা হল দিওয়ালির আগে বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করার পড়েও কীভাবে বাস্তবে তা কার্যকর হলই না? যার উত্তর ছিল না পুলিশের কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement