Advertisement
Advertisement
PM Modi

‘মোদিই সবচেয়ে জনপ্রিয়, দূরদৃষ্টিসম্পন্ন নেতা’, মন্তব্যে অনড় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

'সামান্য কিছু মানুষের সমালোচনা নিয়ে আমি চিন্তিত নই', বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি।

No regrets, Retired judge MR Shah on his 'visionary leader' remark for PM Modi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 18, 2023 10:02 am
  • Updated:May 18, 2023 10:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট হাই কোর্টের (Gujarat High Court) বিচারপতি থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন। তারপর গুজরাট হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হয়েছেন। আবার অবসরও নিয়ে নিয়েছেন। এখনও নিজের মন্তব্যে অনড় সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এমআর শাহ। যিনি আবার শীর্ষ আদালতের কলেজিয়ামেরও সদস্য ছিলেন। বিচারপতি শাহ (Justice MR Shah) বলছেন,”ওই মন্তব্যের জন্য কোনও আক্ষেপ নেই।”

২০১৮ সালে গুজরাটে থাকাকালীন বিচারপতি এমআর শাহ বলেছিলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) আমাদের সবচেয়ে জনপ্রিয়, প্রাণবন্ত এবং দূরদৃষ্টিসম্পন্ন নেতা।” বিচারপতির আসনে থেকে প্রকাশ্যে এভাবে সক্রিয় রাজনীতিবিদের প্রশংসা কেন? সেসময় প্রশ্ন উঠেছিল দেশজুড়ে। আইন বিশারদদের অনেকেই বলছিলেন, একজন বিচারপতির এভাবে প্রধানমন্ত্রীর প্রশংসা করাটা সমীচীন নয়। যদিও সেই বিতর্কের পরও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন শাহ। হয়েছিলেন কলেজিয়ামের সদস্যও। চলতি সপ্তাহেই তিনি অবসর নিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: সোনিয়ার হস্তক্ষেপেই গোঁসা ভাঙল শিবকুমারের! কর্ণাটকে কুরসি কোন্দলে ইতি]

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ বলেছেন,”সামান্য কিছু মানুষের সমালোচনা নিয়ে আমি চিন্তিত নই।” তিনি স্পষ্ট জানিয়েছেন পাঁচ বছর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যে আজও অনড়। বিচারপতি শাহর বক্তব্য, “মোদির প্রশংসা করে কোনও ভুল তিনি করেননি।”

[আরও পড়ুন: ‘গায়ের চামড়া মোটা করুন’, মানহানির মামলায় গৌতম গম্ভীরকে পরামর্শ আদালতের]

ওই অবসরপ্রাপ্ত বিচারপতির দাবি, প্রধানমন্ত্রীর প্রশংসা করাটা তাঁর ব্যক্তিগত মতামত। তাঁর কাজে সেই বক্তিগত মতাদর্শের কোনও প্রভাব পড়েনি। তিনি ফলেছেন, “এমন একটা ঘটনাও কেউ দেখাতে পারবে না যেখানে এই মন্তব্যের কোনও প্রভাব কাজে পড়েছে। আমি সরকারের বিরুদ্ধেও বহু রায় দিয়েছি। আমরা যখন কোনও রায় দিই তখন দেখি না কে ক্ষমতায়, শুধু দেখি দেশের স্বার্থ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement