Advertisement
Advertisement
মোবাইল ও টিভি

‘মোবাইল ও টিভির জন্যই হচ্ছে ধর্ষণ’, আজব যুক্তি রাজস্থানের মন্ত্রীর

ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

No rapes before mobile, TV: Rajasthan minister's bizarre statement

ভানওয়ারলাল মেঘওয়াল

Published by: Soumya Mukherjee
  • Posted:December 5, 2019 8:35 pm
  • Updated:December 5, 2019 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগেই দক্ষিণের এক সিনেমা পরিচালক মেয়েদের কন্ডোম রাখার পরামর্শ দিয়েছিলেন। বলেছিলেন, ধর্ষণকে মেনে নিতে। যা প্রকাশ্যে আসার পর গোটা দেশজুড়ে বিতর্ক দেখা দিয়েছে এবার তাঁর থেকেও অদ্ভুত মন্তব্য করলেন রাজস্থানের অশোক গেহলট মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সদস্য ভানওয়ারলাল মেঘওয়াল। মোবাইল ও টিভির কারণেই ধর্ষণ হচ্ছে বলে দাবি করলেন ওই বর্ষীয়ান কংগ্রেস নেতা।

[আরও পড়ুন: ইভিএমে ইয়েদুরাপ্পার ভাগ্য, ১৫ আসনের উপনির্বাচন নিয়ে চিন্তায় গেরুয়া শিবির]

বৃহস্পতিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজস্থানের সমাজকল্যাণ মন্ত্রী মেঘওয়াল বলেন, ‘মোবাইল ও টিভি আবিষ্কার হওয়ার আগে ধর্ষণের ঘটনা ঘটত না। কিন্তু, এগুলি আসার পরেই সমাজে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। মোবাইল ও টিভি দেখার জন্যই আজকের যুবকরা ভুল রাস্তায় হাঁটছে। তাদের যখন ইচ্ছা হচ্ছে মোবাইল খুলে যা খুশি দেখছে। এর ফলে তাদের মনে বিকৃত মানসিকতার জন্ম হচ্ছে। যার জেরেই সমাজে বাড়ছে ধর্ষণের মতো ঘটনা।’

Advertisement

হায়দরাবাদ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধর্ষণের মতো জঘন্য অপরাধের তিনমাসের মধ্যে বিচার হওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘আদালতের উচিত তিনমাসের মধ্যে ধর্ষণের মামলার বিচার করা। তারপর দোষীকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক।’

[আরও পড়ুন: শিয়রে সংকট, সার্বিক বৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দিল রিজার্ভ ব্যাংক]

গত সোমবার একই সুরে কথা বলেছিলেন রাজস্থানের স্বাস্থ্য, জল ও সংস্কৃতি মন্ত্রী বি ডি কালা। তাঁর কথায়, আজকের প্রজন্মের বিকৃত মানসিকতা তৈরি হওয়ার বড় কারণ অত্যাধিক ইন্টারনেট ব্যবহার। ইন্টারনেটের ক্ষেত্রেও সিনেমার মতো সেন্সর হওয়া উচিত। রাজস্থানে টঙ্ক জেলায় একটি নাবালিকাকে খুনের পর শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছিল। এই ঘটনার নিন্দা করতে গিয়েই এই মন্তব্য করেছিলেন তিনি। 

দেশের বিভিন্ন প্রান্তে ক্রমশ বাড়ছে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এর বাড়বাড়ন্ত রুখতে ধর্ষকদের চরম শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করছেন প্রায় সমস্ত মানুষ। ঠিক সেই সময়ে এই ধরনের ভুলভাল মন্তব্য বিষয়টি হালকা করে দিচ্ছে বলে অভিযোগ উঠছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement