Advertisement
Advertisement

নোট বাতিলকে সমর্থন ‘ঘরওয়াপসি’ নয়, জানালেন নীতিশ

সমস্ত জল্পনায় জল ঢাললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার৷

No Question Of Ghar Wapasi, Says Nitish Kumar For BJP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 11:53 am
  • Updated:December 4, 2016 11:53 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বাতিলকে সমর্থন করেছেন, তা বলে ঘরওয়াসির কথা কিন্তু ভাবেননি৷ সমস্ত জল্পনায় জল ঢাললেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতিশ কুমার৷

সম্প্রতি নোট বাতিল সিদ্ধান্তে প্রায় সমস্ত বিরোধী দল এমনকি এনডিএ-র শরিক দলগুলিও যখন বিজেপির বিরোধিতায় ব্যস্ত৷ ঠিক তখন, উল্টো পথে হেঁটে বিজেপির পাশে দাঁড়িয়েছিলেন নীতিশ কুমার৷ শুধু তাই নয়, সম্প্রতি জিএসটি থেকে শুরু করে বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রের পাশেই পাওয়া গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রীকে৷ এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মুখেও ছিল নীতিশের প্রশংসা৷ তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গিয়েছিল, তবে কি বৈরিতা ভুলে কাছাকাছি আসছেন নীতিশ-মোদি ? তবে সে গুড়ে যে বালি তা জানিয়ে দিলেন নীতিশ৷ তাঁর সাফ জবাব, নোট বাতিলে কেন্দ্রের নীতিকে সমর্থন করলেও ঘরওয়াপসির কোনও প্রশ্নই নেই৷

Advertisement

একসময় এনডিএ সরকারের শরিক ছিল জেডিইউ৷ পরে জোট ছেড়ে বেড়িয়ে যায় জেডিইউ৷ এমনকি সম্প্রতি বিহারে বিজেপিকে ঠেকাতে অন্যতম প্রতিপক্ষ লালুর দল আরজেডি সঙ্গেও গাঁটছড়া বাঁধে জেডিইউ৷ তবে বেশ কিছুদিন ধরে নোট বাতিল-সহ কেন্দ্রের একাধিক পদক্ষেপে বিরোধিতা ভুলে সমর্থনের পথেই হেঁটেছেন নীতিশ৷ তাই বোধহয় প্রশ্ন উঠে গিয়েছিল ঘরওয়াপসির৷ তবে কেন্দ্রের পদক্ষেপকে সমর্থন কোনও রাজনৈতিক পদক্ষেপ নয় বলেই জানিয়ে দিলেন নীতিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement