সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের ডাকা সংসদের বিশেষ অধিবেশনে থাকছে না কোনও কোশ্চেন আওয়ার। অর্থাৎ সাংসদরা সরকারকে মৌখিক আকারে কোনওরকম প্রশ্ন করার সুযোগ পাবেন না। কোনও প্রশ্ন থাকলেও সেটা করতে হবে লিখিত আকারে। এর আগে করোনা পরবর্তী সময়ে যখন লোকসভার অধিবেশন শুরু হল তখন কোশ্চেন আওয়ার বাতিল করা হয়েছিল।
শুধু কোশ্চেন আওয়ার নয়, কেন্দ্রের ডাকা বিশেষ অধিবেশনে জিরো আওয়ারও রাখা হয়নি। অর্থাৎ সমসাময়িক কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে, সেই সুযোগও পাবেন না বিরোধীরা। এমনকী সদস্যদের প্রাইভেট মেম্বার বিল পেশ করারও অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ সরকার ওই বিশেষ অধিবেশনে কোনওরকম ‘বাধাবিগ্ন’ চাইছে না। আর তাতে জল্পনা আরও বাড়ছে।
উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে।
তবে সরকার পক্ষের তরফে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আবার জানিয়ে দিয়েছেন লোকসভা ভোট এগিয়ে আসার বা পিছিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এক দেশ-এক ভোট নিয়ে আলোচনা আপাতত নাও হতে পারে। সেক্ষেত্রে অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের একটা গুঞ্জনও শোনা যাচ্ছে। মহিলা সংরক্ষণ বিল বা ওবিসি সংরক্ষণ বিল (OBC Reservation Bill) নিয়েও আলোচনা হতে পারে। যদিও আরও একটি সূত্রে শোনা যাচ্ছে,
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.