Advertisement
Advertisement

Breaking News

PM Modi

মায়ের মৃত্যুতেও কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী মোদি, বাতিল হচ্ছে না বঙ্গের কোনও কর্মসূচি

প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে।

No programme will be cancelled due to demise of PM Modi's mother, he will attend through virtual conference | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 30, 2022 9:02 am
  • Updated:December 30, 2022 9:22 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পূর্বপরিকল্পিত একাধিক কর্মসূচি। একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কলকাতায় আসার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে মায়ের আকস্মিক প্রয়াণে সশরীরে তাঁর কলকাতায় (Kolkata) আসা আপাতত স্থগিত। তবে ব্যক্তিগত শোকের মাঝেও তিনি কর্তব্যে অবিচল। নির্ধারিত কর্মসূচির কোনওটাই বাতিল হচ্ছে না। গান্ধীনগরে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়ার পর সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন-সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi)। 

Advertisement

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় দমদম বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সফরসূচি শুরু হওয়ার কথা ছিল। বেলা ১১টা নাগাদ হাওড়া (Howrah)স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনই এদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর, তা হবে নির্ধারিত সময়েই। ভিডিও কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। এদিকে স্টেশনে সশরীরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব-সহ আমন্ত্রিত অতিথিরা। এই তালিকায় রয়েছেন সাংসদ, বিধায়ক, বিজেপি নেতারাও।

[আরও পড়ুন: প্রয়াত হীরাবেন মোদি, আহমেদাবাদে পৌঁছলেন মাতৃহারা প্রধানমন্ত্রী]

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধনের পর জোকা-তারাতলা মেট্রোপথে সূচনা হবে প্রধানমন্ত্রী মোদির হাতেই। গান্ধীনগর থেকে রিমোটে তিনি উদ্বোধন করবেন কলকাতার নয়া মেট্রোপথের। এরপর সাড়ে ১১টা নাগাদ হেস্টিংসের আইএনএস নেতাজিতে গঙ্গা পরিষদের বৈঠকেও ভারচুয়ালি (Virtually) যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে মিলেছে এই খবর। গঙ্গা পরিষদের বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ৫ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁরা সকলে শুক্রবার রাতেই কলকাতায় চলে এসেছেন। অর্থাৎ মায়ের আকস্মিক মৃত্যুতে পূর্ব নির্ধারিত কোনও কর্মসূচি বাতিল হল না।

[আরও পড়ুন: আগামী বছর কবে পরীক্ষা? দশম ও দ্বাদশ শ্রেণির রুটিন প্রকাশ করল CBSE বোর্ড]

তিনি বরাবরই কর্তব্যপরায়ণ। কোনও ব্যক্তিগত সমস্যার কারণে কখনও রাষ্ট্রপ্রধানের কর্তব্যে প্রভাব ফেলতে দেননি। এবারও তার ব্যতিক্রম হল না। ভোররাতে মায়ের মৃত্যুসংবাদ শোনার পর দিল্লি থেকে আহমেদাবাদ উড়ে যান। মায়ের শবদেহ নিজের কাঁধে নিয়ে গিয়েছেন শববাহী শকটের সামনে। সকাল ১০ টা নাগাদ হীরাবেন মোদির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তারপরও  মাতৃশোক সামলেই কলকাতার সমস্ত কর্মসূচিতেই প্রধানমন্ত্রী থাকবেন ভারচুয়ালি।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement