Advertisement
Advertisement

Breaking News

Aziz Qureshi

‘২-১ কোটি মুসলিম মরলেও ক্ষতি নেই’, বিস্ফোরক মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা

ভোটের আগে অস্বস্তিতে কংগ্রেস।

No problem if some Muslims die, Congress's Aziz Qureshi stirs controversy | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 22, 2023 6:51 pm
  • Updated:August 22, 2023 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের বাকি আর মাত্র মাস তিনেক। এরই মধ্যে মধ্যপ্রদেশে কংগ্রেসের অস্বস্তি বাড়ালেন দলের প্রবীণ নেতা অজিজ কুরেশি (Aziz Qureshi)। তাঁর বক্তব্য, হিন্দুদের ঔদ্ধত্ত্য সীমা ছাড়াচ্ছে। এমন চলতে থাকলে পালটা দেবে মুসলিম পক্ষও। তাতে যদি ২-১ কোটি মুসলিম মারাও যায় ক্ষতি নেই।

অজিজ কুরেশি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা। একটা সময় সেরাজ্যের মন্ত্রী ছিলেন, প্রাক্তন সাংসদ। এমনকী কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন একাধিক রাজ্যের মন্ত্রীও ছিলেন। তিনি একপ্রকার দাঙ্গায় উসকানি দিয়ে বসলেন। তাও আবার ভোটের আগে। স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়চ্ছে কংগ্রেসের।

Advertisement

[আরও পড়ুন: ‘ডায়বেটিস বড় রোগ না, স্ত্রীকে খোরপোশ দিতেই হবে’, স্বামীকে নির্দেশ কর্ণাটক হাই কোর্টের]

প্রবীণ ওই কংগ্রেস নেতা বলছেন, “রাজনৈতিক দলগুলির চরিত্র বদলে যাচ্ছে। এমনকী কংগ্রেসের চরিত্রও। কংগ্রেস নেতারা আজকাল গঙ্গা মাইয়া কি জয়, নর্মদা মাইয়া কি জয় বলে মিছিল বের করছে। নেহরুর উত্তরসূরিরা আজ হিন্দুত্ব নিয়ে অহংকার করছে। কংগ্রেসের দলীয় দপ্তরে দেবদেবীর মূর্তি দেখা যাচ্ছে।”

[আরও পড়ুন: ৩০ বছর ধরেই রাখি পরান মোদিকে, এবারও ‘দাদা’র সঙ্গে সাক্ষাৎ করতে চান ‘পাকিস্তানি বোন’]

এরপরই প্রবীণ কংগ্রেস নেতার হুঁশিয়ারি,”মুসলিমরা কারও ক্রীতদাস নয়। সহ্যের একটা সীমা থাকে। সেই সীমা অতিক্রম করলে আমরা চুড়ি হাতে দিয়ে বসে থাকব না। আমাদের মা-বোনেদের সম্মান নিয়ে খেললে, আমাদের প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করলে একটা সময় পর্যন্ত সহ্য করব, তারপর নয়। তাতে যদি ২২ কোটি মুসলিমের মধ্যে ২-১ কোটি মারাও যায় তাতে ক্ষতি নেই।” আজিজ জানিয়েছেন, এই মন্তব্যের জন্য যদি দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপও করে, তাতেও তাঁর ক্ষতি নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement