Advertisement
Advertisement
Press Freedom

বিজেপির আমলে ‘পরাধীন’ সংবাদমাধ্যম, ভিডিও পোস্ট করে সরব কংগ্রেস

৩ মে সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস।

No press freedom in India during BJP era, claims Congress on twitter
Published by: Paramita Paul
  • Posted:May 3, 2020 5:22 pm
  • Updated:May 3, 2020 5:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩ মে গণমাধ্যম স্বাধীনতা দিবস (Press Freedom Day)। এদিনই সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে একহাত নিল কংগ্রেস। তাঁদের অভিযোগ, বিজেপির আমলেই দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তলানিতে ঠেকেছে। রবিবার কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ করে।

বিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার নিরিখে আরও দুধাপ নেমেছে ভারত। ১৮০টি দেশের মধ্যে ১৪২তম স্থানে রয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। গত বছর প্রকাশিত এই তালিকায় ভারতের স্থান ছিল ১৪০। এই বছর সেটি আরও দু’ধাপ পিছিয়ে গেল প্রশ্ন উঠেছে, ১৮০টি দেশের মধ্যে স্বাধীনতার নিরিখে এ দেশের গণমাধ্যমের স্থান ১৪২ কেন?  বিশেষজ্ঞদের মতে, গত বছরের আগস্টে সংসদে ৩৭০ ধারা বাতিল করা হয়। তার পরেই গোটা কাশ্মীর জুড়ে এক কঠিন অচলাবস্থা নেমে আসে। সমস্ত যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়া হয়, বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থাও। গোটা কাশ্মীর জুড়ে জারি করা হয় এক অনির্দিষ্টকালীন ও অলিখিত লকডাউন। এর দারুণ প্রভাব পড়ে সাংবাদিকতার ক্ষেত্রেও। কঠিন হয়ে দাঁড়ায় সেখানকার খবর সারা দেশে স্বাধীন ভাবে প্রকাশ করা। দেশের এই দুই ধাপ পিছিয়ে পড়ার পিছনে সেই পর্বের যে বিশেষ ভূমিকা আছে, তা ‘রিপোর্টারস উইদাউট বর্ডারস’-এর এই রিপোর্টেও উল্লেখ করা হয়েছে।

[আরও পড়ুন : করোনা আবহে নয়া দিশা গুয়াহাটি আইআইটির, হাসপাতালে বাঁশের আসবাব ব্যবহারের পরামর্শ]

এদিন কংগ্রেসের ভিডিওতে গত কয়েক বছরে ভারতে সংবাদকর্মীদের উপর হওয়া একের পর এক অত্যাচারের ছবি তুলে ধরা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, কখনও আসল তথ্য প্রকাশ করে খুন হতে হয়েছে সাংবাদিককে। আবার কখনও সংবাদমাধ্যেমের উপর সরকারি কোপ পড়েছে। ভিডিওতে তথ্য দিয়ে অভিযোগ করা হয়েছে, সংবাদকর্মীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আফগানিস্তান ও সুদানের থেকেও খারাপ অবস্থায় রয়েছে ভারত। এমনকী CAA বিরোধী আন্দোলন, করোনার খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের হেনস্থা হতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এক কথায় বলা যায়, সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসেই ‘স্বেচ্ছাচারিতা’র অভিযোগে সরব হল কংগ্রেস।

[আরও পড়ুন : ‘ওদের সাহস ও আত্মত্যাগ ভুলবে না এই দেশ’, হান্দেওয়ারায় শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মোদির]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement