Advertisement
Advertisement

Breaking News

ছটের ভিড়ে দিল্লি স্টেশনে বন্ধ প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, কোন পথে শিয়ালদহ-হাওড়া?

১৮ নভেম্বর পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

No platform ticket will be sold in Delhi station | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 15, 2023 2:10 pm
  • Updated:November 15, 2023 2:10 pm  

সুব্রত বিশ্বাস: দীপাবলির আগে ব্যাপক ভিড়ে সাক্ষী থেকেছে দিল্লি (Delhi)। একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ছটপুজোর আগে সেই সব ঘটনার পুনরাবৃত্তি আটকাতে বড় পদক্ষেপ নিল উত্তর রেল। জানিয়ে দেওয়া হয়েছে, নতুন দিল্লি স্টেশনে এবং আনন্দ বিহার টার্মিনালে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি হবে না। ১৮ নভেম্বর শনিবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা। বলা হয়েছে, বয়স্ক, অসুস্থ বা মহিলা যাত্রীদের নামাতে যাঁরা রেল স্টেশনে যাচ্ছেন, তাঁদের স্টেশনে যেতে দেওয়া হবে। তবে হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না।

পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার সৌমিত্র মজুমদার বলেন, “রাজ্যের কোনও স্টেশনে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। অতিরিক্ত ভিড় এড়াতে কোনও রেল এই সিদ্ধান্ত নিলেও পূর্ব রেল তা কার্যকর করবে না। ছট পুজোর ভিড় থাকলেও তা আরপিএফ নিয়ন্ত্রণ করতে পারছে। ফলে বাড়তি ব্যবস্থা হিসেবে প্ল্যাটফর্ম টিকিট বন্ধ হবে না।”

Advertisement

[আরও পড়ুন: দলে ‘তরুণ তুর্কি’র বড়ই অভাব! ‘ডিজিটাল সৈনিকে’র খোঁজে বঙ্গ সিপিএম]

সারা দেশের বিভিন্ন অংশ থেকে উত্‍সবের মরসুমে উত্তরপ্রদেশ ও বিহারমুখী ট্রেনে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। সাধারণভাবে দীপাবলি, ভাইফোঁটা ও ছটের সময় এই দুই রাজ্যের ট্রেনগুলিতে প্রচুর ভিড় দেখা যায়। এ বছর সুরাট ও ছাপড়া স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। সুরাটের ঘটনায় একযাত্রীর মৃত্যু এবং কয়েকজন আহত হন।

চলতি বছর উত্‍সবের মরসুমকে সামনে রেখে রেলের তরফে ৩০০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যাত্রী সংখ্যার নিরিখে তা যে অপ্রতুল, তা সামনে এসে পড়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, হাতে রিজার্ভেশন টিকিট থাকার পরেও, তাঁরা আসন পাননি। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, ছটপুজোর জন্য বাড়তি সতর্কতা জারি রয়েছে। ট্রেনে বাজি ও গ্যাস যাতে কেউ বহন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখছে বাহিনী। লাইন করে ট্রেনের অসংরক্ষিত বগিতে তোলার ব্যবস্থা রয়েছে। স্টেশনগুলিতে সার্বিক সতর্কতা জারি করে ঘোষণা হচ্ছে।

[আরও পড়ুন: ৬ সংস্থার মাধ্যমে সাড়ে ৫০ কোটি পাচার বাকিবুরের, মালিক কারা? খুঁজছে ইডি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement