সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠবার প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ দিলেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ প্রায় ৯২ মিনিট ধরে দেশের সামনে যথারীতি ‘নতুন ভারতের’ রূপরেখা তুলে ধরেন নমো৷ তবে প্রথামাফিক ভাষণ শেষ করে, কার্যত একটি বিষয়ে কোনও কথা না বলেই চমক দিলেন মোদি৷ এবার প্রধানমন্ত্রীর ভাষণ থেকে বেমালুম হাওয়া পাকিস্তান৷ পড়শি দেশটিকে নিয়ে কোনও উচ্চবাচ্য করলেন না মোদি৷ আর এতেই উঠছে প্রশ্ন, তবে কী পাকিস্তান নিয়ে ‘পথ পরিবর্তনের’ ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী?
[আরও পড়ুন: জানেন, কেন ক্ষমতা হস্তান্তরের জন্য ১৫ আগস্ট দিনটিকেই বেছে নিয়েছিল ইংরেজরা?]
প্রায় দেড় ঘণ্টা ধরে দেশবাসীর উদ্দেশে বক্তৃতায়, সন্ত্রাসবাদ, কাশ্মীর, ৩৭০ ধারা, জনসংখ্যা-সহ একাধিক বিষয়ে কথা বলেন মোদি৷ তবে তাঁর ভাষণে জায়গা পায়নি পাকিস্তান৷ দেশটির যে অস্তিত্ব রয়েছে তা যেন বেমালুম ভুলেই গিয়েছেন প্রধানমন্ত্রী৷ দুঁদে রাজনীতিবিদ তথা সদ্য কাশ্মীর নিয়ে উত্তেজনার আবহে এমনটা তো হওয়ার কথা ছিল না! তা হলে? এই প্রশ্নের উত্তর খুঁজত শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ৷ বিশ্লেষকদের একাংশের মতে, নেহরু জমানার পাকিস্তান নীতি আস্তাকুঁড়ে ফেলে দিয়ে ‘পথ পরিবর্তন’ করেছেন মোদি৷ পূর্বসূরীদের মতো কথায়-কথায় পড়শি দেশটির নাম উল্লেখ করে ইসলামাবাদকে আর বাড়তি গুরুত্ব দিতে চাইছেন না প্রধানমন্ত্রী৷ ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় ইতি টেনে ও জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা লোপ করে আগেই মোদি সাফ করে দিয়েছেন যে, শক্ত পদক্ষেপ নিতে বিন্দুমাত্র পিছপা হবে না দিল্লি৷ কাশ্মীর পদক্ষেপ যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা পাকিস্তানের নাম না নিয়ে আরও একবার বিশ্বমঞ্চে ‘নিঃশব্দে’ জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি৷ একইসঙ্গে আমেরিকা, রাশিয়া, চিন-সহ অন্যান্য, বিশেষ করে ইসলামিক দেশগুলির উদ্দেশেও কাশ্মীর নিয়ে ফের অবস্থান স্পষ্ট করলেন নমো৷ লাদাখ নিয়েও ভারত যে কড়া অবস্থান নিয়ছে তা চিনের সামনেও তুলে ধরলেন প্রধানমন্ত্রী৷
এদিন, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রেও বডসড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশবাসীর সুরক্ষাবৃদ্ধি এবং সন্ত্রাসদমনে সেনার ৩ বাহিনীকে নিয়ে তৈরি হবে নতুন পদ- চিফ অফ ডিফেন্স স্টাফ৷ জল, স্থল ও বায়ুসেনা বাহিনীর প্রধান এবং বাছাই করা আধিকারিকদের নিয়ে তৈরি হবে একটি টিম, যার শীর্ষে থাকা পদাধিকরাই চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস৷
[আরও পড়ুন: তেরঙ্গা উত্তোলন করে দেশবাসীর সঙ্গে স্বাধীনতা উদযাপন কাশ্মীরের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.