Advertisement
Advertisement

Breaking News

অধিবেশন মুলতবি হওয়ায় অধ্যক্ষ ও দলীয় সাংসদকে তোপ আদবানির

না অধ্যক্ষ, না সংসদ বিষয়ক মন্ত্রী কেউই অধিবেশন চালাতে পারছেন না৷

No One Running House, LK Advani Overheard Fuming On Speaker, Minister
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 7, 2016 7:40 pm
  • Updated:December 7, 2016 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতকালীন অধিবেশন শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অধিবেশন মূলতুবি হয়ে গেছে৷ নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হই-হট্টগোলের জেরে সংসদের দুই অধিবেশন মুলতবির ঘটনার পুনরাবৃত্তি হল বুধবারও৷ আর এই ঘটনার জেরে এদিন সংসদ বিষয়কমন্ত্রী তথা অনন্ত কুমারকেই তোপ দাগলেন আদবানি৷ এদিন অধিবেশন কক্ষেই উত্তেজিত হয়ে পড়েন লালকৃষ্ণ আদবানি৷ ৮৯ বছরের আদবানির তোপ গিয়ে পড়ে স্পিকার সুমিত্রা মহাজনের উপরও৷ তাঁকে বসতে বলাতে কিছুটা কড়া ভাষাতেই অনন্ত কুমারকে আক্রমণ করেন তিনি৷ আদবানি বলেন, না অধ্যক্ষ, না সংসদ বিষয়ক মন্ত্রী কেউই অধিবেশন চালাতে পারছে না৷ এরপরেই এই বিবাদ সরকার-বিরোধী তরজায় পৌঁছয়৷ বেশ কিছুক্ষণের জন্য ফের লোকসভা অধিবেশন মুলতবি হয়ে যায়৷ মুলতবি হয়ে যাওয়ার পরে লোকসভার এক আধিকারিককে আদবানি প্রশ্ন করেন, এভাবে আর কতদিন চলতে পারে?

যদিও কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু অবশ্য অধিবেশন না চলার জন্য বিরোধীদের উপরই তোপ দাগেন৷ এদিকে দলের সংসদীয় বৈঠকে বিরোধীদের তোপ দেগে অধিবেশন বার বার মুলতবি হওয়ার জন্য বিরোধীদেরই কাঠগড়ায় তোলেন প্রধানমন্ত্রীও৷ বিরোধীদের উদ্দেশে তাঁর আক্রমণ, বিরোধীরাই অধিবেশন চলতে দিচ্ছে না৷ এ আচরণ অগণতান্ত্রিক বলেও মন্তব্য করেন মোদি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement