Advertisement
Advertisement

ব্যাঙ্ক, এটিএমের লাইন ভুলুন! এবার বাড়িতে বসেই মিলবে নগদ টাকা

অর্ডার দিলেই বাড়িতে আসবে নগদ টাকা, খরচ হবে মাত্র ১ টাকা৷

No need to queue up at bank or ATM! This service will deliver cash at your doorstep
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 22, 2016 2:27 pm
  • Updated:December 22, 2016 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক, এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার বাড়িতে বসেই হাতে পাবেন নগদ টাকা৷

ই-কমার্স সাইট স্ন্যাপডিল তাদের নয়া পরিষেবা ‘ক্যাশ অ্যাট হোম’ শুরু করেছে সদ্য৷ যার মাধ্যমে একজন গ্রাহক বাড়িতে বসে অর্ডার করলেই তাঁর দোরগোড়ায় পৌঁছে যাবে নগদ টাকা৷ পরিষেবাটি পেতে মাত্র ১ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহকদের৷ এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সময় যে টাকা নেন স্ন্যাপডিল-এর কর্মীরা, সেই টাকাই নয়া পরিষেবাকে সচল রাখতে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

(নতুন নোটে বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি ৩৪ লক্ষ টাকা: LIVE)

কী করে অর্ডার করবেন নগদ টাকা?

স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে অর্ডার দিলেই আপনার বাড়ি পৌঁছে যাবেন স্ন্যাপডিলের কর্মী৷ তাঁর সঙ্গে থাকবে একটি পিওএস মেশিন৷ আপনার এটিএম কার্ডটি সেই পিওএস মেশিনে সোয়াইপ করলেই আপনি হাতে পাবেন ২০০০ টাকা৷ এই পরিষেবা দিতে স্ন্যাপডিলকে সাহায্য করবে তাদের ক্যুরিয়ার পার্টনাররা৷

ইতিমধ্যেই বেঙ্গালুরু ও গুরগাঁওতে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে স্ন্যাপডিল৷ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রোহিত বনসল জানিয়েছেন, নগদের অভাবে আমাদের গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দিতে গিয়েই ক্যাশ অন ডিমান্ড সিস্টেম চালু করেছি আমরা৷

(অভিযোগ উড়িয়ে রাহুল গান্ধীকে নিয়ে ‘রসিকতা’ করলেন মোদি)

pos-machine_web

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement