সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক, এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার বাড়িতে বসেই হাতে পাবেন নগদ টাকা৷
ই-কমার্স সাইট স্ন্যাপডিল তাদের নয়া পরিষেবা ‘ক্যাশ অ্যাট হোম’ শুরু করেছে সদ্য৷ যার মাধ্যমে একজন গ্রাহক বাড়িতে বসে অর্ডার করলেই তাঁর দোরগোড়ায় পৌঁছে যাবে নগদ টাকা৷ পরিষেবাটি পেতে মাত্র ১ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহকদের৷ এক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির সময় যে টাকা নেন স্ন্যাপডিল-এর কর্মীরা, সেই টাকাই নয়া পরিষেবাকে সচল রাখতে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে৷
কী করে অর্ডার করবেন নগদ টাকা?
স্মার্টফোন ব্যবহার করে অনলাইনে অর্ডার দিলেই আপনার বাড়ি পৌঁছে যাবেন স্ন্যাপডিলের কর্মী৷ তাঁর সঙ্গে থাকবে একটি পিওএস মেশিন৷ আপনার এটিএম কার্ডটি সেই পিওএস মেশিনে সোয়াইপ করলেই আপনি হাতে পাবেন ২০০০ টাকা৷ এই পরিষেবা দিতে স্ন্যাপডিলকে সাহায্য করবে তাদের ক্যুরিয়ার পার্টনাররা৷
@snapdeal now piloting cash@home in select pincodes in Ggn, Blr, Hyd, Surat. More cities to come. #KeepAddingValue pic.twitter.com/4HpYemgQZj
— Balaji Hariharan (@balajihariharn) December 22, 2016
ইতিমধ্যেই বেঙ্গালুরু ও গুরগাঁওতে এই পরিষেবা চালু হয়ে গিয়েছে৷ ধীরে ধীরে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে স্ন্যাপডিল৷ সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রোহিত বনসল জানিয়েছেন, নগদের অভাবে আমাদের গ্রাহকরা যাতে সমস্যায় না পড়েন, সেদিকে নজর দিতে গিয়েই ক্যাশ অন ডিমান্ড সিস্টেম চালু করেছি আমরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.