Advertisement
Advertisement

অখিলেশের নির্বাচনী প্রচার ভিডিওয় নেই মুলায়ম, শিবপাল

বাবা-কাকাকে ভিডিও থেকে বাদ কি ‘একলা চলো রে’র বার্তা দিলেন অখিলেশ?

No mulayam, No Shivpal in Akhilesh’s new campaign video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 4:54 pm
  • Updated:October 27, 2020 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার লড়াই যাদবকুলের কঙ্কালসার চেহারা সবার সামনে নিয়ে এসেছে৷ মুলায়ম সিং যাদব অবশ্য এখনও দাবি করে যাচ্ছেন পারিবারিক ঐক্য অক্ষুন্ন রয়েছে৷ কিন্তু প্রকাশ্য মঞ্চে কাকা শিবপালের সঙ্গে মুখ্যমন্ত্রী অখিলেশের হাতাহাতি অন্য কথা বলছে৷

ভাই ও ছেলের এই কাজিয়ায় ভাইয়ের পাশেই দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো৷ মুখ্যমন্ত্রী অখিলেশও ‘একলা চলো রে’ মন্ত্র জপে চলেছে৷ ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য একটি প্রোমোশনাল ভিডিও আপলোড করেছেন অখিলেশ৷ যাতে মুলায়েম ও শিবপালকে বাদ দিয়েই একা কুম্ভ হয়ে গড় রক্ষার কথা প্রচার করছেন অখিলেশ৷

Advertisement

ভিডিওতে তাৎপর্যপূর্ণভাবে স্ত্রী ডিম্পল যাদবকে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ৷ আর গোটা উত্তরপ্রদেশকেই নিজের পরিবার হিসেবে আখ্যা দিয়েছেন৷ কিন্তু বাবা ও কাকাকেই বাদ রেখেছেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement