Advertisement
Advertisement

Breaking News

আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির

তবে সব সুবিধাই পাবেন, যদি খরচ করেন...

No more free data usage for Reliance Jio customers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 9:31 am
  • Updated:August 22, 2019 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামাফিক রিলায়েন্স জিও-র ফ্রি ডেটা সার্ভিসের মেয়াদ ফুরিয়ে এল। আসন্ন এপ্রিল মাসের ১ তারিখ থেকে রিলায়েন্স জিও-র ফোর-জি ডেটা পরিষেবা ব্যবহার করতে গ্রাহকদের প্রতিমাসে ৩০৩ টাকা করে খরচ করতে হবে। মঙ্গলবার রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি এই ঘোষণা করলেন। তবে তার জন্য এককালীন ৯৯ টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। (আধার নম্বর দিয়ে Jio সিম তুলেছেন? আপনার সামনে চরম বিপদ!)

এদিন সংস্থার সঙ্গে জড়িত থাকা ১০ কোটি গ্রাহককে ধন্যবাদ জ্ঞাপন করে মুকেশ আম্বানি বলেন, “আপনারা জিও-র উপরে ভরসা রেখেছেন বলে আমি কৃতজ্ঞ। এদেশে ডেটা আন্দোলনের পথিকৃৎ আপনারা।” এরপরই গুরুত্বপূর্ণ একাধিক ঘোষণা করেন মুকেশ আম্বানির। প্রকাশ্যে আনলেন প্রাইম মেম্বারশিপ অফার। জানালেন, আরও বহু সংস্থায় জিও-র সঙ্গে জুড়তে আগ্রহ দেখাচ্ছে।

তবে ডেটার জন্য এপ্রিল থেকে টাকা খরচ করতে হলেও গোটা দেশে ভয়েস কল ফ্রি-ই থাকছে।

প্রতি মাসে ৩০৩ টাকা খরচ করলে হ্যাপি নিউ ইয়ার অফারে যে যে সুবিধা মিলত, সেই সব সুবিধাই পাবেন গ্রাহকরা। তবে যে গ্রাহকরা ৩১ মার্চ, ২০১৭-র মধ্যে জিও-র সঙ্গে জুড়বেন, তাঁরাই প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।

(Jio-র নতুন অফার, আনলিমিটেড সিনেমা ডাউনলোড করুন সম্পূর্ণ বিনামূল্যে)

(Jio ফ্রি সার্ভিস কি এবার বিপাকে পড়তে চলেছে?)

পড়ে নিন সেই সব ঘোষণা একনজরে:

    • জিও ‘প্রাইম মেম্বারশিপ’-এর ঘোষণা করলেন মুকেশ আম্বানি।
    • বর্তমান জিও গ্রাহকদের আগামী ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকা খরচ করে ‘প্রাইম মেম্বারশিপ’ নেওয়ার সুযোগ থাকছে।
    • এই মেম্বারশিপ নিলে প্রতিমাসে ৩০৩ টাকার বিনিময়ে মিলবে দৈনিক ১ জিবি করে হাইস্পিড ফোর-জি ডেটা-সহ হ্যাপি নিউ ইয়ার অফারের সমস্ত সুযোগ-সুবিধা।
    • মিলবে ১০ হাজার টাকার সিনেমা, গান, ভিডিও-সহ জিও অ্যাপসের অন্যান্য সুযোগ-সুবিধা।
    • ২০১৭-র মধ্যে ভারতের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ দোরগোড়ায় পৌঁছে যাবে রিলায়েন্স জিও।
    • প্রতিদিন জিও-র নেটওয়ার্ক মারফত ৫.৫ কোটি ঘণ্টার ভিডিও আদান-প্রদান হয়।
    • ডেটা ব্যবহারের ক্ষেত্রে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে জিও।

  • ২০১৭-র জানুয়ারি মাসেই জিও-র গ্রাহকরা ১০০ কোটি জিবি ডেটা খরচ করেছেন।
  • গত ১৭০ দিনে প্রতি সেকেন্ডে সাতজন করে গ্রাহক যুক্ত হয়েছেন জিও-র সঙ্গে।

শুনুন কী বলছেন আম্বানি:

(ফ্রি ডেটা-ভয়েস কলের পর এবার জলের দরে 4G VoLTE ফোন আনল Jio)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement