Advertisement
Advertisement

Breaking News

বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দিতে চলেছে কেন্দ্র

তবে বিরোধিতা করছে জাতীয় সংখ্যালঘু কমিশন।

No minority status for Vedic Brahmins: Minority commission
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2017 10:16 am
  • Updated:September 11, 2017 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংখ্যালঘু হয়ে পড়ছেন বৈদিক ব্রাহ্মণরা?  পরিস্থিতি যা, তাতে এমনই তথ্য মিলছে। ফলে বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দেওয়ার ভাবনা চিন্তা করছে কেন্দ্র।

[ইউনিফর্ম না পরার শাস্তি, ছেলেদের টয়লেটে ঠায় দাঁড়িয়ে ছাত্রী]

Advertisement

বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দেওয়া নিয়ে ভাবনা চিন্তা শুরু হলেও, এই নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে কেন্দ্র। কারণ জাতীয় সংখ্যালঘু কমিশন জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এক মারাঠি দৈনিকের প্রতিবেদনের দাবি, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘুর শ্রেণিতে রাখার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এব্যাপারে সংখ্যালঘু কমিশনকে ভাবনা চিন্তা করতে বলেছে সরকার।

[সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল]

২০১৬-১৭ সালের রিপোর্টে জুলাই মাসে কেন্দ্রকে কমিশন জানায়, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু তকমা দেওয়া উচিত নয়। কারণ, তাঁরা হিন্দু ধর্মেরই অংশ। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার কেন্দ্রের উপরে ছেড়েছে কমিশন। বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘুর তকমার দাবি তুলেছে ব্রাহ্মণ মহাসভা বা অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা। কমিশনের বক্তব্য, বৈদিক ব্রাহ্মণদের সংখ্যালঘু শ্রেণিতে ফেলা হলে, রাজপুত বৈশ্য ও অন্যান্য হিন্দু জাতি থেকে একই দাবি উঠবে।

[রাখাইন প্রদেশে সংঘাতে মৃত অন্তত হাজার রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ]

১৯৯২ সালের সংখ্যালঘু আইনের ধারায় সংখ্যালঘু কমিশন গঠিত হয়। ছ’টি ধর্মকে এদেশে সংখ্যালঘুর স্বীকৃতি দেওয়া হয়েছে। তারা হল- মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, পার্সি ও জৈন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement