স্টাফ রিপোর্টার: ট্রেনে রেলের খাবার খেতে না চাইলে এবার টিকিট কাটার সময় মিল চার্জ দিতে হবে না৷ আগে বিষয়টি বাধ্যতামূলক থাকলেও এবার সেটিকে ‘অপশনাল’ করল রেল৷
পূর্বাঞ্চলে প্রথম এই ব্যবস্থা চালু হচ্ছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসে৷ আগামী ১৫ জুন থেকে ওই ট্রেনে বিষয়টি কার্যকর হচ্ছে বলে আইআরসিটিসি-র পূর্বাঞ্চলের গ্রূপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র জানিয়েছেন৷ এরপর পাটনা-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে এই অপশন চালু হবে৷
পুরী শতাব্দী এক্সপ্রেসে পঁয়তাল্লিশ দিন পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালিয়ে দেখবে আইআরসিটিসি৷ ট্রেনে খাবার না নিয়ে ই-ক্যাটারিং-এর মাধ্যমে যাত্রীরা খাবার সংগ্রহ করতে পারবেন৷ রেলের একঘেয়ে খাবারে অনাসক্ত হয়ে পড়েছেন যাত্রীদের অনেকেই৷ তাই অনেকেই ট্রেনে খাবার না নেওয়ার পক্ষ নিয়েই রেলের কাছে আবেদন জানিয়েছিলেন৷ এরপরেই রেল এই ‘অপশনে’র সিদ্ধান্তে আসে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.