Advertisement
Advertisement

Breaking News

Greater Noida

লুঙ্গি বা নাইটি পরে বাইরে ঘুরবেন না! আবাসনের নয়া পোশাক বিধি ঘিরে তুঙ্গে বিতর্ক

একাধিক আবাসিকের দাবি, এভাবে তাঁদের ব্যক্তিগত পছন্দের উপর হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে।

'No Lungi or Nighty', New Dress Code Circular in Greater Noida Society | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 14, 2023 12:26 pm
  • Updated:June 14, 2023 12:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দয়া করে লুঙ্গি কিংবা নাইটি পরে আবাসন চত্বরে ঘুরে বেড়াবেন না। এভাবেই আবাসনের বাসিন্দাদের পোশাক বিধি বেঁধে দেওয়ার চেষ্টা করলেন এক আবাসনের মালিক। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

ঘটনা গ্রেটার নয়ডার সেক্টর Phi 2-এর। জানা গিয়েছে, গত ১০ জুন হিমসাগর অ্যাপার্টমেন্টে এমনই একটি পোশাক বিধির বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে বলা হয় আবাসনের বাসিন্দাদের অনুরোধ জানানো হচ্ছে যে তাঁরা যেন ফ্ল্যাটের বাইরে লুঙ্গি কিংবা নাইটির মতো পোশাক পরে না বের হন। পার্ক কিংবা গ্যারেজ অথবা কমল এরিয়া, অর্থাৎ আবাসনের যে অংশে অন্য বাসিন্দারাও ঘুরে ফিরে বেড়ান, সেখানে এই পোশাকে আসতে নিষেধ করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প জম্মু ও কাশ্মীরে, রাতভর কম্পনে আহত অন্তত ৫]

অনেকে এহেন বিজ্ঞপ্তিকে স্বাগত জানালেও অনেকেই বিষয়টি ভালভাবে মেনে নেননি। বেশ কয়েকজন আবাসিকের দাবি, এভাবে তাঁদের ব্যক্তিগত পছন্দের উপর হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে। যা মেনে নেওয়া যায় না। এ নিয়ে ওই আবাসনের সভাপতি সিকে কার্লার বক্তব্য, তাঁরা কারও পছন্দে হস্তক্ষেপ করছেন না। তবে তাঁর তরফে অনুরোধ যে এমন কোনও ঘরের পোশাক বাইরে না পরেন, যা দেখে অস্বস্তিতে পড়তে হয় বাকিদের। কারণ সম্প্রতি কার্লার কাছে একটি অভিযোগ এসে পৌঁছেছিল। যেখানে ওই আবাসনের এক মহিলা জানান, এক প্রবীণ লুঙ্গি পরেই আবাসন চত্বরে যোগাসন করছিলেন। বিষয়টি বেশ আপত্তিকর বলেই সভাপতিকে জানান তিনি। তারপরই পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “সমাজে আপনি নিজেকে কীভাবে তুলে ধরছেন, সেটাই আপনার পরিচয় বহন করে। আপনার আচরণ যাতে অন্যের সমস্যার কারণ না হয়, সেদিকে খেয়াল রাখুন। আপনার থেকেই আপনার সন্তানরাও শিক্ষা পাবে। বাড়িতে যে লুঙ্গি কিংবা নাইটি পরেন, তা পরে বাইরে ঘুরে বেড়াবেন না।” তবে আবাসিকদের একাংশের বিরোধিতায় এই বিধি আবার তুলে নিতে হয় কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত মণিপুর, হিংসার বলি অন্তত ৯! গুরুতর আহত বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement