Advertisement
Advertisement
দিল্লি

কবর দেওয়ার জায়গা কম পড়ছে, দিল্লির গোরস্থানে লাশের স্তূপ

দিল্লি সরকারকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।

No land in Delhi's graveyard, as COVID-19 death incereasing
Published by: Paramita Paul
  • Posted:June 25, 2020 3:47 pm
  • Updated:June 25, 2020 5:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ক্রমশ খারাপ হচ্ছে করোনা (Corona) পরিস্থিতি।সংক্রমণের সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও। এমন পরিস্থিতি যে মধ্য দিল্লির (Central Delhi) আয়কর ভবনের কাছের কবরস্থানে সমাধিস্থ করার আর জায়গা নেই। ওই কবরস্থানে আর মাত্র ১০০টি দেহ সমাধিস্থ করা সম্ভব হবে। দিল্লির  কেজরিওয়াল (Kejriwal) সরকারকে এ বিষয় জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। 

মধ্য দিল্লির আয়কর ভবনের কাছে তিন একর জমিতে মুসলিমদের জন্য কবরস্থান (Graveyard) করা হয়েছে। করোনায় মৃত মুসলিমদের সেখানে সমাধিস্থ করা হচ্ছে সেখানে। জানা গিয়েছে, যার ৭৫ শতাংশ স্থান ইতিমধ্যে ভরতি হয়ে গিয়েছে। যা কবরস্থান কমিটির কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তঁদের তরফে জানানো হয়েছে আর মোটে ১০০টি দেহ সমাধিস্থ করা সম্ভব। এদিকে প্রতিদিন প্রায় ১০-১২ টি মৃতদেহ আসছে। এই হারে মৃতদেহ আসতে থাকলে মাত্র এক সপ্তাহের মধ্যে কবরস্থানটি সম্পূর্ণ ভরতি হয়ে যাবে। 

Advertisement

[আরও পড়ুন : করোনা চিকিৎসার নামে প্রতারণা! দুই রাজ্যে নিষিদ্ধ পতঞ্জলির ‘করোনিল’]

এ প্রসঙ্গে কবরস্থান কমিটির এক সদস্য শামি মহম্মদ খান বলেন, এই কবরস্থানকে বাড়ানোর মতো আর জমি নেই। এমন পরিস্থিতিতে দিল্লি সরকারের উচিৎ করোনায় মৃতদের দেহ সমাধিস্থ করার জন্য আমাদের আরও জমি দেওয়া। দিল্লি সরকারকে এ নিয়ে বারবার লিখেও কোনও ফল পায়নি।” এই সমাধিস্থলে কর্মরত এক কর্মী শামিম জানান, বেসরকারি হাসপাতাল থেকে মৃতদেহ এখানে আনা হয়। তবে অধিকাংশ দেহই আসে দিল্লির চারটি সরকারি হাসপাতাল থেকে। এর মধ্যে রয়েছে সফরদজঙ হাসপাতাল, লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং এইমস। প্রসঙ্গত, কিছুদিন আগে মুম্বইতে এমন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য গণকবর খোঁড়া হয়েছিল। এবার দিল্লিতেও কি তেমন পরিস্থিতি তৈরি হবে! সময় এর উত্তর দেবে।

[আরও পড়ুন : সংক্রমণ বৃদ্ধির জের, বাতিল CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement