Advertisement
Advertisement

Breaking News

Priyanka Gandhi Vadra

‘অজয় মিশ্র ইস্তফা না দিলে সুবিচার হবে না’, লখিমপুরে গিয়ে দাবি রাহুল-প্রিয়াঙ্কাদের

নিরীহ বিক্ষোভকারীদের নির্বিচারে পিষে দিচ্ছে মন্ত্রীর SUV, লখিমপুর কাণ্ডের নতুন ভিডিও পোস্ট করলেন বরুণ গান্ধী।

No justice possible unless Ajay Mishra Teni resigns as MoS Home, demands Priyanka Gandhi Vadra | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 7, 2021 10:15 am
  • Updated:October 7, 2021 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর গ্রেপ্তারির দাবি জোরাল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। প্রিয়াঙ্কার সাফ কথা, যতদিন পর্যন্ত অজয় মিশ্র টেনি পদ ছাড়ছেন, ততদিন পর্যন্ত লখিমপুর কাণ্ডে সুবিচার হতে পারে না। আর রাহুল বলছেন, সুবিচার হবেই। আর সেটা তাঁরা নিশ্চিত করবেন।

বুধবার রাত ন‌’টা নাগাদ বিরাট কনভয় নিয়ে লখিমপুর পৌঁছন রাহুল-প্রিয়াঙ্কা। সেখানে তাঁরা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তার আগে অবশ্য সেখানে পৌঁছাতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁদের। প্রথমে তো অনুমতি দেওয়া হয়নি। পরে অনুমতি দেওয়া হলেও লখনউ বিমানবন্দরে আটকে দেওয়া হয় রাহুলদের। বলা হয় নিজেদের গাড়িতে লখিমপুরে যেতে পারবেন না তাঁরা। যেতে হবে পুলিশের গাড়িতে। পুলিশের সেই ‘গা-জোয়ারি’ মানেননি রাহুল। লখনউ বিমানবন্দরেই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ধরনায় বসেন কংগ্রেস (Congress) নেতা। পরে অবশ্য নিজের গাড়িতেই লখিমপুর যাওয়ার অনুমতি দেওয়া হয় রাহুল গান্ধীকে।

[আরও পড়ুন: লখিমপুর কাণ্ডে নাম জড়ালেও মন্ত্রিত্ব যাচ্ছে না অজয় মিশ্রর! অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনা]

লখনউ থেকে রাহুল প্রথমে সীতাপুর যান। সেখান থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে চলে যান লখিমপুর। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাঁরা দুজনেই। বেশ কিছুক্ষণ কথা বলেন একসঙ্গে। যেভাবে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মিশে গিয়েছেন, তা প্রশংসা কুড়িয়েছে অনেকেরই। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে রাহুল-প্রিয়াঙ্কাদের আলিঙ্গনের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।

[আরও পড়ুন: লখিমপুর খেরি কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের, শুনানি বৃহস্পতিবারই]

এদিকে লখিমপুর কাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে নিরীহ বিক্ষোভকারীদের নির্বিচারে পিষে দিচ্ছে মন্ত্রীর SUV। এই ভিডিও পোস্ট করে বিজেপি সাংসদ বরুণ গান্ধী (Varun Gandhi) দাবি করেছেন, “এই ভিডিওটি দিনের আলোর মতো পরিষ্কার। এভাবে খুন করে বিক্ষোভ থামানো যায় না। নিরীহ কৃষকদের রক্ত নিয়ে এই খেলার দায় কাউকে নিতেই হবে। সুবিচার পেতেই হবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement