Advertisement
Advertisement

Breaking News

বাতিল নোট রাখলেও কারাদণ্ড নয়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময়সীমা পেরিয়েও যদি কারও কাছে বাতিল নোট থাকে তবে চার বছরের কারাদণ্ড হতে পারে তাঁর৷ বুধবার এই প্রস্তাবেই অনুমোদন দিয়েছিল কেন্দ্র৷ পাশপাশি ছিল মোটা অঙ্কের জরিমানার প্রস্তাবও৷ বৃহস্পতিবার নয়া নির্দেশিকায় জানানো হচ্ছে, জরিমানা জারি থাকলেও, কারাদণ্ডের সাজা তুলে নেওয়া হচ্ছে৷আরও পড়ুন:দেশে ডাক্তারের বড় অভাব! মেডিক্যাল কলেজে ভর্তি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম […]

No jail term for holding demonetised notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 29, 2016 5:34 pm
  • Updated:December 29, 2016 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ধারিত সময়সীমা পেরিয়েও যদি কারও কাছে বাতিল নোট থাকে তবে চার বছরের কারাদণ্ড হতে পারে তাঁর৷ বুধবার এই প্রস্তাবেই অনুমোদন দিয়েছিল কেন্দ্র৷ পাশপাশি ছিল মোটা অঙ্কের জরিমানার প্রস্তাবও৷ বৃহস্পতিবার নয়া নির্দেশিকায় জানানো হচ্ছে, জরিমানা জারি থাকলেও, কারাদণ্ডের সাজা তুলে নেওয়া হচ্ছে৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, বাতিল নোট থাকলেও কারও জেল হবে না৷ নোট বাতিলের পর পুরনো নোট বদলানোর মেয়াদ ফুরিয়েছে৷ এখন তা রিজার্ভ ব্যাঙ্কের বিশেষ কিছু শাখায় জমা দেওয়া যেতে পারে৷ প্রাথমিকভাবে সে মেয়াদও ছিল ডিসেম্বর পর্যন্ত৷ কিন্তু অনুমান করা হচ্ছে, এখনও  বাতিল নোট থেকে গিয়েছে সাধারণ মানুষের কাছে৷ আর তাই নোট জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছিল, কেন্দ্রীয় ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ডের ডিরেক্টররাও তাতে সায় দেন৷ অর্ডিন্যান্স জারি করেই এই নিয়ম লাগু করতে চেয়েছিল প্রশাসন৷ সেই অর্ডিন্যান্স অনুযায়ীই, ৩১ মার্চের পরও যদি কারও কাছে ১০টির বেশি বাতিল নোট থাকে তাহলে তার জরিমানা, এমনকী জেল পর্যন্ত হতে পারত৷ কিন্তু আপাতত এই কারাদণ্ডের সাজা তুলে নেওয়া হচ্ছে৷ জারি থাকছে জরিমানা৷ তবে প্রথমে জানা গিয়েছিল, তা হতে পারে যত নোট থাকবে তার পাঁচ গুন৷ এক্ষেত্রে ন্যূনতম জরিমানা হবে ১০,০০০ টাকা৷

Advertisement


ইতিমধ্যেই অর্ডিন্যান্স পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে৷ ৩১ ডিসেম্বর থেকেই চালু হবে এই নতুন নিয়ম৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement