সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুদে পড়য়াদের পিঠে বইয়ের ব্যাগের ভার লাঘব করার চিন্তা চলছেই৷ পাশাপাশি এবার হোমওয়ার্কেও রাশ টানার ভাবনা কেন্দ্রর৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর সম্প্রতি এই ভাবনা উসকে দিলেন৷
[ লাফিয়ে বাড়ছে কেরোসিনের দাম, জ্বালানি যন্ত্রণায় জেরবার মধ্যবিত্ত ]
পড়ুয়াদের পিঠে ‘শিক্ষার বোঝা’৷ বলা ভাল বইয়ের ভারে নুয়ে পড়ছে তারা৷ শিক্ষা বাহন না হয়ে সেই ঘুরেফিরে শিক্ষাকেই বহন করে চলতে হচ্ছে৷ ব্যাপারটি সম্পর্কে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাস হাই কোর্ট৷ এক রায়ে আদালতের পক্ষ থেকে কেন্দ্রকে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়৷ রাজ্য সরকারগুলিকে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবার জন্য কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত৷ আদালত পরিষ্কার বলে, পড়ুয়ারা ভারোত্তোলনকারী নয়৷ ব্যাগের ভার যেন শিশুদের ওজনের দশ শতাংশের বেশি না হয়৷ তারপরই প্রকাশ জাভড়েকর জানিয়েছিলেন, আদালতের রায় শিরোধার্য মেনেই তিনি বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছেন৷ আদালতের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কেন্দ্র৷ রবিবার তিনি আরও একটা সম্ভবনা উসকে দিলেন৷ বললেন, সংসদের আগামী বর্ষাকালীন অধিবেশনেই নো হোমওয়ার্ক বিল আনতে চলেছে কেন্দ্র৷ প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের সেক্ষেত্রে স্কুল থেকে কোনও হোমওয়ার্ক দেওয়া হবে না৷ পড়াশোনা যা কিছু তা স্কুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে৷ ফলে বাড়তি চাপ নিতে হবে না খুদেদের৷
[ OMG! এ শহরেই মাত্র ৬ টাকায় মিলছে নিরামিষ ভাতের থালি! ]
এর আগে সিলেবাস কমিয়ে অর্ধেক করার কথা বলেছিলেন জাভড়েকর৷ তাঁর মত, পড়াশোনাটা গুরুভার হয়ে গেলে তা পড়ুয়াদের জন্য ক্ষতিকর৷ বরং পড়াশোনার মধ্যে যদি মজা থাকে, পড়ুয়ারা যদি তা উপভোগ করে তবেই সার্থকতা৷ তাই বিভিন্ন ব্যবস্থা এনে খুদেদের উপর থেকে বোঝা লাঘবের ভাবনা কেন্দ্রের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.