Advertisement
Advertisement

Breaking News

মাসের শুরুতে আদৌ কতদিন বন্ধ থাকবে ব্যাংক? আসল সত্যিটা জানুন

বিবৃতি প্রকাশ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের৷

No five day bank shutdown in September, Says Finance Ministry
Published by: Sayani Sen
  • Posted:August 31, 2018 4:01 pm
  • Updated:August 31, 2018 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস পয়লা ব্যাংকই ভরসা মধ্যবিত্তের৷ এরই মাঝে দেশ জুড়ে ছড়িয়েছে মাসের শুরুতে ব্যাংক বন্ধের জল্পনা৷ সেপ্টেম্বরের শুরুতেই পাঁচদিন ব্যাংক বন্ধ থাকার জল্পনায় চিন্তিত গ্রাহকরা৷ ব্যাংক আদতে কতদিন বন্ধ থাকবে? এটিএম-ও বন্ধ থাকবে কিনা, এ বিষয়ে হাজারও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গ্রাহকদের মনে৷ গ্রাহকদের আশঙ্কা দূর করতে এবার আসরে নামলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ আদতে কতদিন ব্যাংক বন্ধ থাকবে আর কী কারণেই বা ব্যাংক বন্ধ থাকবে অর্থ দপ্তরের তরফে সেই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে৷

[নাগাল্যান্ডে ভয়াবহ বন্যায় মৃত ১২, বিপর্যয় মোকাবিলা দল পাঠাল কেন্দ্র]

ওই বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পয়লা সেপ্টেম্বর, শনিবার নির্দিষ্ট নিয়মেই ব্যাংকে লেনদেন চলবে৷ দোসরা সেপ্টেম্বর রবিবার হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে৷ উত্তর ভারতেই মূলত জন্মাষ্টমী পালন করা হয়৷ তাই তেসরা সেপ্টেম্বর উত্তর ভারতের দিকে ব্যাংক বন্ধ থাকবে৷ তবে গোটা দেশ জুড়ে ওইদিন ব্যাংক বন্ধ থাকবে না৷ তার পরের দুদিন ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজের তরফে ডাকা ধর্মঘটে গোটা দেশে ব্যাংকিং পরিষেবা বিঘ্নিত হওয়ার কোনও আশঙ্কা নেই বলেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ এর জেরে এটিএম পরিষেবা ব্যাহত হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দুই তারিখ রবিবার ও আট তারিখ দ্বিতীয় শনিবার বলে ব্যাংক বন্ধ থাকবে৷

Advertisement

[রেকর্ড পতন টাকার মূল্যে, পাল্লা দিয়ে বাড়ল পেট্রল-ডিজেলের দাম]

এর আগে জল্পনা তৈরি হয় ২ সেপ্টেম্বর রবিবার, জন্মাষ্টমী উপলক্ষে ৩ সেপ্টেম্বর ব্যাংক বন্ধ থাকবে৷ এছাড়া ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, বেতন বৃদ্ধি-সহ একগুচ্ছ দাবিদাওয়া নিয়ে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর দু’দিন ধর্মঘট করবে তারা৷ কোনও কাজ না করে রিজার্ভ ব্যাংকের সামনে অবস্থানে শামিল হবেন সংগঠনের সদস্যরা৷ এই আন্দোলনের জেরে ব্যাংকিং পরিষেবা যেমন স্তব্ধ হয়ে যাওয়ার জল্পনা ছড়ায়, তেমনই আবার ওই ধর্মঘটের আওতায় এটিএম-ও আসতে পারে বলেই জনমানসে জল্পনা দানা বাঁধে৷ এই জল্পনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রকের বিবৃতি প্রকাশিত হওয়ায় অনেকটাই স্বস্তিতে গ্রাহকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement